শেন ওয়ার্নের বায়োপিক নির্মাণের পরিকল্পনা 'অসম্মানজনকের চেয়েও বেশি কিছু', বললেন তার মেয়ে
প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুর মাত্র কয়েক মাস পরেই তার বায়োপিক নির্মাণের পরিকল্পনা 'অসম্মানজনকের চেয়েও বেশি কিছু' বলে অভিহিত করেছেন তার মেয়ে।
এবছরের মার্চে শেন ওয়ার্নের মৃত্যুর পর, অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ক প্রয়াত এই ক্রিকেটারের বায়োপিক নির্মাণের কাজ শুরু করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, নাইন নেটওয়ার্কে ২০ বছর ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন শেন ওয়ার্ন।
শেন ওয়ার্নের প্রতি শ্রদ্ধা জানাতে 'ওয়ার্নি' নামের দুই পর্বের বায়োপিক নির্মাণ করা হবে। কিন্তু শেন ওয়ার্নের পরিবারের সদস্যগণ এবং বন্ধুরা এটিকে অত্যন্ত অসংবেদনশীল একটি কাজ হিসেবেই দেখছেন এবং তারা চান না এই বায়োপিকের কাজ শুরু হোক।
শেন ওয়ার্নের মেয়ে, ২৫ বছর বয়সী ব্রুক ওয়ার্ন ইনস্টাগ্রামে লেখেন, "আপনাদের কী বাবার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা আছে? অথবা তার পরিবারের প্রতি? চ্যানেল নাইনের জন্য যিনি এতকিছু করে গেছেন, সেই মানুষটি মারা যাওয়ার ছয় মাস না হতেই তার জীবন ও তার পরিবারকে পুঁজি করে আপনারা লাভ আদায় করতে চাইছেন?"
এদিকে শেন ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস আর্সকিনও এর আগে বায়োপিক নির্মাণের সমালোচনা করেছেন। গত জুনে মেলবোর্ন হেরাল্ডকে তিনি বলেন, "মাত্র কয়েক মাস হলো শেন ওয়ার্ন মারা গেছেন। এখনই তারা উনার জীবনকে নিয়ে সেনসেশনাল কিছু একটা বানাতে চান, তাদের নিজেদের নিয়ে লজ্জিত হওয়া উচিত!"
বৃহস্পতিবার চ্যানেল নাইনের একজন মুখপাত্র সংবাদমাধ্যম গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে জানান, শেন ওয়ার্ন ছিলেন এমন একজন মানুষ যিনি জীবনকে অনেক বড় করে দেখেছেন এবং প্যাশন নিয়ে বেঁচে ছিলেন। মিনি-সিরিজটিতে তার এই জীবনকেই তুলে ধরা হবে।
ওই মুখপাত্র আরও বলেন, "শেন ওয়ার্ন ও তার সকল অর্জনের প্রতি আমাদের অনেক বেশি শ্রদ্ধা রয়েছে। আমরা আশা করি সব অস্ট্রেলিয়ান এবং ওয়ার্নির পরিবারও বুঝতে পারবে যে এই প্রোগ্রামে শেন ওয়ার্নের মতো কিংবদন্তীর জীবন ও তার অর্জনকে কতটা সম্মান দেওয়া হয়েছে।"
শেন ওয়ার্নের বায়োপিকে মূল চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে চ্যানেল নাইন জানিয়েছে, ২০২৩ সালে অস্ট্রেলিয়ায় দুই রাত এই বায়োপিক প্রচারিত হবে।
চলতি বছরের ৪ মার্চ কোহ সামুই দ্বীপে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন। তার লেগ স্পিনের জাদু, বোলিং স্টাইল ক্রিকেটে বিপ্লব নিয়ে এসেছিল। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়েছেন যা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
সূত্র: বিবিসি