'শান্ত দারুণ পারফরম্যান্স করেছে, তাকে নিয়ে সমালোচনার কিছু নেই'
বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি, সাথে আছে দু'টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস। তবুও কেন শান্তকে নিয়ে অশান্ত ক্রিকেট পাড়া! কারণ হিসেবে দেখানো হচ্ছে শান্তর স্ট্রাইক রেট। ৫ ম্যাচে ১১৬ স্ট্রাইক রেটে ১৮০ রান করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৫০ করলেও স্ট্রাইক রেট মাত্র ১১২, যেখানে অভিজ্ঞদের মতে আর ১৫ রান বেশী হলেই বাংলাদেশের স্কোরটা হতো লড়াই করার মতো।
ভারতের বিপক্ষে ৫ রানে হারা ম্যাচে দৃষ্টিকটু ছিলো শান্তর ব্যাটিং। লিটন দাস যেখানে রান করেছেন ২০০র বেশি স্ট্রাইক রেটে সেখানে শান্তর ৮৪ স্ট্রাইক রেটে ২৫ বল খেলাটা দলের রান তাড়া করার ক্ষেত্রে ব্যর্থ হওয়াতে ভূমিকা রেখেছে। তবে এতকিছুর পরেও শান্তকে নিয়ে সমালোচনার কিছু দেখছেন না দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেছেন, "শান্তকে নিয়ে এত কথা হওয়ার পরেও ও যেভাবে পারফরমেন্স দেখিয়েছে সেটা আউট অব দ্য বক্স। ওর ওপর যে প্রেসার ছিল সেখান থেকে বেরিয়ে আসা খুবই শক্ত। কিন্তু ও সেটা করে দেখিয়েছে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিমে শান্ত অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবে।"
সুজন মনে করছেন, বাংলাদেশ দল নিজেদের উন্নতির ধারা এই টুর্নামেন্টেও অব্যাহত রেখেছে, "প্রতিটি ম্যাচেই আমাদের ইমপ্রুভমেন্ট ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা মোটেই একেবারে খারাপ করিনি।"
আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাবেক এই ক্রিকেটারের, "ম্যাচে ভুল সিদ্ধান্ত হয়। কিন্তু আমাদের সাথে একটু বেশিই ভুল সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের ম্যাচে সাকিবের আউটটা আমরা কেউই মেনে নিতে পারিনি। ভারতের সাথে ম্যাচেও এমন দু-একটি ভুল সিদ্ধান্ত হয়েছে। এখন আমরা আম্পায়ারের সাথে আলোচনা করতে পারি। কিন্তু একবার সিদ্ধান্ত দিয়ে দিলে আর কিছুই করার থাকে না। পরে অভিযোগ করলেও তো ম্যাচটা আর ফিরে আসবে না।"