'আর বেশিদিন হয়তো ফুটবল খেলবো না', অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা টিমের সঙ্গে জোর প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। সর্বশেষ কোপা আমেরিকার সময় থেকেই মেসির অধীনে সম্পূর্ণ ভিন্ন এক আর্জেন্টিনার দেখা পেয়েছে ভক্তরা। তাই বিশ্বকাপকে ঘিরে আলবিসেলেস্তেদের ফেভারিট মানছেন অনেকেই। কিন্তু এরই মধ্যে সাবেক সতীর্থ এজেকুয়েল লাভেজ্জিকে দেওয়া সাক্ষাৎকারে শীঘ্রই নিজের ক্যারিয়ারের ইতি টানার আগাম বার্তা দিয়ে দিলেন সাবেক বার্সা কিংবদন্তী!
কনমেবলের হয়ে মেসির সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন লাভেজ্জি। এসময় ফুটবল ও ক্যারিয়ার ভাবনা নিয়ে অনেক কথাই শেয়ার করেছেন ৩৫ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ড। কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, অবসরের কথা ভাবছেন বলে ইঙ্গিত দিয়েছেন মেসি।
সাক্ষাৎকারে মেসি বলেন, "আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং উপভোগ করি। এই একটা কাজই আমি সারাজীবন করে এসেছি এবং আমি নিশ্চিত যে কোনো না কোনোভাবে ফুটবলের সাথেই সারাজীবন যুক্ত থাকবো; কিভাবে সেটা জানিনা। তবে আমার মনে হয়, আমি নিজে আর খুব বেশিদিন ফুটবল খেলবো না।"
কবে, কখন অবসর নেবেন তা স্পষ্ট করে না বললেও মেসির কথায় হতাশার ছাপ পড়তে পারে ভক্তদের চোখেমুখে।
সাক্ষাৎকারে মেসি আরও বলেন, "আমি জানিনা, অনেক কিছুই ঘটতে পারে। শৈশব থেকেই আমার স্বপ্ন ছিল আমি আর্জেন্টিনা দলে খেলবো, আমি শুধু ভাবতাম আমাকে এই অবস্থানে পৌঁছাতেই হবে। কিন্তু এখন অনেক কিছুর উপরেই ভবিষ্যত নির্ভর করছে। আমার স্ত্রী-সন্তান রয়েছে, সম্প্রতিই আমার জীবনে খুব বড় ধরনের একটা পরিবর্তন এসেছে (বার্সেলোনা ছাড়ার দিকে ইঙ্গিত করে) যা আমার এবং আমার পরিবারের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন ছিল। তবে আমি সেটা কাটিয়ে উঠেছি এবং এখন আমরা চমৎকার দিন কাটাচ্ছি।"
সূত্র: স্পোর্টস