স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত আর্জেন্টিনা কোচের
বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার। এমনটাই ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে পরিবর্তনটা অনেকটা বাধ্য হয়েই করতে হচ্ছে স্কালোনিকে।
ক্লাব ফুটবল খেলতে গিয়ে পাওয়া চোটের জন্য এখন পর্যন্ত পুরোপুরি ফিট হতে পারেননি আর্জেন্টিনার সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো এবং স্ট্রাইকার নিকো গঞ্জালেজ।
২৬ সদস্যের দল থেকে এই দুজনের যে কোনো একজনকে বাদ পড়তে হতে পারে। বাদ পড়ার সম্ভাবনা বেশি গঞ্জালেজেরই। আক্রমণভাগে আর্জেন্টিনা তারকাসমৃদ্ধ দল হলেও রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিশ্চিয়ান রোমেরো।
সুতরাং, টুর্নামেন্টের একবারে শুরুর দিকে রোমেরোকে না পেলেও নক-আউট পর্বের কথা চিন্তা করে তাকে দলে রেখে দেয়ার যৌক্তিকতাই বেশি।
এদিকে বাদ পড়তে যাওয়া খেলোয়াড়ের জায়গায় আসতে পারেন যারা তাদের মধ্যে দুজনের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। একজন হলেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আনহেল কোরেয়া, আরেকজন ম্যানচেস্টার ইউনাটেডের হয়ে সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ১৮ বছর বয়সী উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। ভক্তদের দাবি, গার্নাচোকেই সুযোগটা দেয়া হোক। স্কালোনির উপরই নির্ভর করছে বাকিটা।