নক-আউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে যারা
প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে বিপাকেই পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। এক হারেই কাতার বিশ্বকাপের শেষ ষোলোর পথ কঠিন হয়ে ওঠে লিওনেল মেসির দলের। মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটি মেসি জাদুতে জিতে টিকে আছে লাতিন আমেরিকা অঞ্চলের দেশটি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচটিও আলবিসেলেস্তেদের জন্য টিকে থাকার লড়াই। জিতলেই পরের রাউন্ডে, ড্র করলেও থাকবে আশা। তবে হারলেই নিতে হবে বিদায়। হার বাদে কয়েকটি সমীকরণে শেষ ষেলোয় ওঠার সুযোগ আছে আরর্জেন্টিনার, সেসবে একটু চোখ রাখা যাক।
সহজে পরের পর্বে যেতে জয়ের বিকল্প নেই মেসিদের। আর্জেন্টিনা জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে মেসিরা হবে গ্রুপ সেরা। ড্র করলেও আর্জেন্টিনার সুযোগ থাকবে। তবে এর জন্য একই সময়ে শুরু হতে যাওয়া সৌদি আরব-মেক্সিকো ম্যাচটি ড্র হতে হবে। অথবা প্রার্থনায় থাকতে হবে যেন, মেক্সিকো ৩ গোলের বেশি ব্যবধানে না জেতে।
আবার আর্জেন্টিনা ও সৌদি দুই দলই জিতলে গ্রুপ সেরা নির্ধারণে প্রথমে বিবেচনা করা হবে গোল ব্যবধান এবং গোল করা। সমান হলে হেড টু হেড দেখা হবে, যেখানে এগিয়ে সৌদি। আজকের ম্যাচটি জিতলে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হতে পারে, এবার সেই হিসাব কষে দেখা যাক।
শেষ ১৬
আজ মাঠে নামার আগেই দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে যাবে আর্জেন্টিনার। পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠতে পারলে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিা, ডেনমার্ক বা তিউনিশিয়ার মধ্যে যেকোনো একটি দল। এই তিন দলই বাংলাদেশ সময় আজ রাত ৯টায় মাঠে নামছে। শেষ ষোলো নিশ্চিত করা ফ্রান্সের মুখোমুখি হবে তিউনিশিয়া।
একই সময়ে শুরু হতে যাওয়া আরেক ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া-ডেনমার্ক। তবে গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলে শেষ ষোলোয় ফ্রান্সকে মোকাবেলা করতে হবে আর্জেন্টিনাকে। যাদের বিপক্ষে দুঃসহ স্মৃতি আছে মেসিদের। ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোর রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ফরাসীদের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছিল সাদা-আকাশী জার্সিধারীরা।
বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা: ৩ ম্যাচে ২ জয় ও এক হার।
কোয়ার্টার ফাইনাল
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠলে এবং লড়াইয়ে জিতলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস অথবা যুক্তরাষ্ট্র। রানার্স-আপ হয়ে পরের রাউন্ডে গেলে সেরা আটে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনা: ৫ ম্যাচে ২ হার, এক জয় ও ২ ড্র।
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনা: এক ম্যাচে এক জয়।
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা: ৫ ম্যাচে ৩ হার, এক জয় ও এক জয়।
সেমি-ফাইনাল
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী দুটি ধাপও উতড়াতে পারলে সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল অথবা স্পেনকে পাবে আর্জেন্টিনা। তবে রানার্স-আপ হয়ে শেষ ষোলোয় গেলে সেরা চারে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল অথবা জার্মানি।
বিশ্বকাপে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা: এক ম্যাচে এক জয়।
বিশ্বকাপে কখনও পর্তুগালের মুখোমুখি হয়নি আর্জেন্টিনা।
বিশ্বকাপে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনা: ৭ ম্যাচে ৪ হার, এক জয় ও ২ ড্র।
ফাইনাল
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনালে পৌঁছে যেতে পারলে শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার দেখা হতে পারে পর্তুগাল, ফ্রান্স অথবা ইংল্যান্ডের বিপক্ষে। আর যদি গ্রুপ রানার্স-আপ হয় দুইবারের চ্যাম্পিয়নরা, তাহলে ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল অথবা স্পেন।
বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা: ৪ ম্যাচে ২ হার, এক জয় ও এক হার।
* আর্জেন্টিনার নক-আউট পর্বের প্রতিপক্ষের এসব সমীকরণ চূড়ান্ত নয়, এটা কেবলই সম্ভাবনা। বাকি দলগুলোর ফলের ওপর নির্ভর করবে কাদের বিপক্ষে ম্যাচ পড়বে মেসি-ডি মারিয়াদের। আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত ধরে সমীকরণ করা, তারা বাদ পড়ে গেলে এই সমীকরণের ভিত্তি থাকবে না।