কাতার বিশ্বকাপে কোন পর্যায়ে দেখা হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিলের?
আর্জেন্টিনা ও ব্রাজিল; লাতিন আমেরিকা অঞ্চলের দুই ফুটবল পরাশক্তি। পরিসরটা অবশ্য লাতিনেই সীমাবদ্ধ নয়, ফুটবল বিশ্বেরই অন্যতম সেরা দল তারা। অভিজ্ঞতা, ঐতিহ্য, সাফল্যে সমৃদ্ধ এই দুই দল নিয়ে ফুটবলমোদীদের আগ্রহ আকাশচুম্বী। এই দুই দলের শ্রেষ্ঠত্বের আলোচনায় দুই ভাগে ভাগ হয়ে যায় ফুটবল দুনিয়া। এবারের কাতারের বিশ্বকাপেও একই চিত্র। তাই আগে থেকেই অনেকে হিসাব মেলাচ্ছেন, এবার কোন পর্যায়ে দেখা হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলকে। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এবারের দলটি রীতিমতো বিস্ময়কর। নেইমার, ভিনিসিয়ুস, রিচার্লিশন, হেসুসদের নিয়ে গড়া দলটির হাতে অনেকেই শিরোপা দেখতে পাচ্ছেন। একইভাবে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও এবার সব বিভাগে ভারসাম্যপূর্ণ, দারুণ গোছালো। তাই লিওনেল মেসি, দি মারিয়া, লাউতারো মার্তিনেসদের পক্ষে বাজি ধরছেন অনেকেই।
চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মহারণের রোমাঞ্চের পাশাপাশি আছে আরও এক লড়াইয়ের অপেক্ষা। তাদের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও নেইমার। এই দুই মহাতারকার দ্বৈরথও দর্শকমনে আগ্রহের চূড়ায়। যদিও তারা সারা বছর একই ক্লাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েন। প্যারিস সেইন্ট জার্মেইতে খেলা এ দুই তারকা ফুটবলার আবার খুব কাছের বন্ধু। কিন্তু বিশ্বকাপে আসতেই তারা এখন প্রতিপক্ষ।
দুই দলই দারুণ ছন্দে, শিরোপা স্বপ্নে বিভোর। শিরোপা জয়ের মিশনে এবার দল দুটির কোন পর্যায়ে দেখা হতে পারে, সেই হিসাব মেলানো যাক। তবে এসবের কোনো হিসাবই চূড়ান্ত নয়। শক্তিমত্তার হিসেবে প্রতিপক্ষ বিবেচনায় আর্জেন্টিনা-ব্রাজিলের মুখোমুখি হওয়ার সম্ভাবনার হিসাব করা হচ্ছে। পরের রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে ধরা কোনো দলের ফলাফলে ভিন্নতা এলে এই হিসাবেও পরিবর্তন আসবে।
এর আগে বিশ্বকাপে চারবারের সাক্ষাতে দুইবার ব্রাজিল জেতে, একবার জেতে আর্জেন্টিনা। একটি ম্যাচ ড্র হয়। আগের বিশ্বকাপে চারবারই দ্বিতীয় রাউন্ড বা শেষ ষোলোতে দেখা হয় তাদের। এবারের আসরে দল দুটির সেমি-ফাইনালে দেখা হতে পারে, এর আগে কোনো সমীকরণেই দেখা হওয়ার সম্ভাবনা নেই। সেমি-ফাইনালে দেখা হতে দুই দলকেই গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে হবে।
দুই দলকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরে সম্ভাব্য সমীকরণ:
আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে যারা
শেষ ষোলো: ডেনমার্ক/ফ্রান্স
কোয়ার্টার ফাইনাল: নেদারল্যান্ডস
সেমি-ফাইনাল: ব্রাজিল
ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে যারা
শেষ ষোলো: পর্তুগাল/উরুগুয়ে
কোয়ার্টার ফাইনাল: জার্মানি
সেমি-ফাইনাল: আর্জেন্টিনা
আছে আরও হিসাব। এক দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং আরেক দল রানার্স-আপ হয়, তাহলে ফাইনাল ছাড়া আর্জেন্টিনা-ব্রাজিলের দেখা হওয়ার সুযোগ নেই।
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলে, আর্জেন্টিনা গ্রুপ রানার্স-আপ হলে সম্ভাব্য সমীকরণ:
ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে যারা
শেষ ষোলো: পর্তুগাল/উরুগুয়ে
কোয়ার্টার ফাইনাল: জার্মানি
সেমি-ফাইনাল: নেদারল্যান্ডস
ফাইনাল: আর্জেন্টিনা
আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে যারা
শেষ ষোলো: ফ্রান্স/ডেনমার্ক
কোয়ার্টার ফাইনাল: ইংল্যান্ড
সেমি-ফাইনাল: পর্তুগাল
ফাইনাল: ব্রাজিল
আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে, ব্রাজিল গ্রুপ রানার্স আপ হলে সম্ভাব্য সমীকরণ:
আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে যারা
শেষ ষোলো: ডেনমার্ক/ফ্রান্স
কোয়ার্টার ফাইনাল: নেদারল্যান্ডস
সেমি-ফাইনাল: জার্মানি
ফাইনাল: ব্রাজিল
ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে যারা
শেষ ষোলো: পর্তুগাল/উরুগুয়ে
কোয়ার্টার: স্পেন
সেমি: ফাইনাল: ফ্রান্স
ফাইনাল: আর্জেন্টিনা
এই দুই সমীকরণের বাইরেও আর্জেন্টিনা-ব্রাজিলের দেখা পারে। দুই দলই যদি গ্রুপ রানার্স-আপ হয় তাহলেও তাদের সেমি-ফাইনালে দেখা হবে।
দুই দলই গ্রুপ রানার্স আপ হলে সম্ভাব্য সমীকরণ:
আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে যারা
শেষ ষেলো: ফ্রান্স/ডেনমার্ক
কোয়ার্টার ফাইনাল: ইংল্যান্ড
সেমি-ফাইনাল: ব্রাজিল
ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে যারা
শেষ ষোলো: পর্তুগাল/উরুগুয়ে
কোয়ার্টার ফাইনাল: স্পেন
সেমি-ফাইনাল: আর্জেন্টিনা