বিশ্বকাপের পাশাপাশি চলছে জমজমাট উটের সৌন্দর্য প্রতিযোগিতা!
কাতারের কথা শোনামাত্রই মনে চলে আসবে ফুটবল বিশ্বকাপের কথা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার এ আসরই এখন দেশটির 'টক অব দ্য টাউন।' তবে এটি একমাত্র প্রতিযোগিতা নয়। রাজধানী দোহার অদূরে চলছে উটের সৌন্দর্য প্রতিযোগিতা। খবর দ্য প্যান্টাগ্রাফ-এর।
বিশ্বকাপকে ঘিরে কাতারে এখন অবস্থান করছেন লাখ লাখ পর্যটক। তাদের বিনোদনের জন্য নানান অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটির সরকার। এগুলোর মধ্যে উটের সৌন্দর্য প্রতিযোগিতাটি তাদের ঐতিহ্যবাহী আয়োজন।
যুগ যুগ ধরে আরব মরুর দেশে যোগাযোগের বাহন ছিল উট। সংস্কৃতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে এ ধরণের আয়োজন নিয়মিতই হয়ে থাকে।
দোহা থেকে ২৫ কিলোমিটার দূরে এক মরুভূমিতে শুক্রবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে এই মাজায়েন বিশ্বকাপ প্রতিযোগিতা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে শত শত উট।
চলমান ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বাড়াতে এটি আয়োজন করেছে কাতার ক্যামেল মাজায়েন ক্লাব। সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগেসি-এর সহযোগিতায় এ আসর পৃষ্ঠপোষকতা করেছে দেশটি ক্রীড়া ও যুব মন্ত্রণালয়।
নয়দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরি রয়েছে যেগুলোতে বিজয়ী উটেরা পাবে মোট ১০ মিলিয়ন কাতারি রিয়াল।