পেলের '১০' নম্বর জার্সি চিরতরে তুলে রাখতে পারে সান্তোস
৮২ বছর বয়সে কোলন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে পরলোকে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। গোটা বিশ্ব এখন শোকে আচ্ছন্ন। ব্রাজিলে ঘোষণা করা হয়েছে তিনদিনের রাষ্ট্রীয় শোক। এদিকে পেলের খেলোয়াড়ি জীবনের ক্লাব, সান্তোসও নিতে যাচ্ছে দারুণ এক উদ্যোগ। পেলের পরিধান করা ১০ নাম্বার জার্সিটি চিরতরে উঠিয়ে রাখার চিন্তা করছে তারা।
তবে এজন্য সান্তোসকে বেশকিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। পেলের জন্য যা করতে রাজি সান্তোস কর্তৃপক্ষ। যদিও এই বিষয়ে দুইটি দলে ভাগ হয়ে গেছে সান্তোসের কমিটির সদস্যরা। বেশিরভাগই জার্সিটি চিরতরে তুলে রাখার পক্ষে।
পেলের ১০ নাম্বার জার্সি তুলে রেখে তার প্রতি সম্মান দেখানোর পক্ষে সান্তোসের বেশিরভাগ সদস্য। তাদেরই একজন, সান্তোস প্রেসিডেন্ট আন্দ্রেস রুয়েদা বলেন, 'আমরা কাউন্সিলের কাছে এ বিষয়ে প্রস্তাব দিবো। এটি করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। একটি কাউন্সিল মিটিং লাগবে, যেখানে এই প্রস্তাব পাশ করাতে হবে।'
তবে মিটিংয়ের আগ পর্যন্ত সান্তোস ১০ নাম্বার জার্সি আর ব্যবহার করবে না বলেও জানান তিনি, 'আমরা জানুয়ারি থেকে আর ১০ নাম্বার জার্সিটি ব্যবহার করব না। আশা করছি, এই সিদ্ধান্ত সবসময়ের জন্যই বহাল থাকবে।'
শোনা যাচ্ছে, পেলের মেয়েরা সান্তোস কর্তৃপক্ষকে ১০ নাম্বার জার্সিটি চিরতরে তুলে রাখতে অনুরোধ করেছেন। এখন দেখার বিষয়, সান্তোস এ ব্যাপারে কী করে।