বিশ্বকাপ জয়ের পর আগুয়েরোর উপর ক্ষেপে গিয়েছিলেন মেসি!
৩৬ বছর পর বিশ্বকাপ জিতলে সেটির উদযাপন মাত্রাতিরিক্ত হওয়ারই কথা। আর তা করতে গিয়েই লিওনেল মেসির রোষের শিকার হয়েছেন বলে জানিয়েছেন তার সবচেয়ে কাছের বন্ধু, সার্জিও আগুয়েরো।
কাতার বিশ্বকাপের ফাইনাল জয়ের পর উদযাপনের সময় আগুয়েরোর উপর ক্ষেপে গিয়েছিলেন মেসি। আগুয়েরো নিজেই জানিয়েছেন এই ঘটনা সম্পর্কে।
তবে আগুয়েরোর উপর মেসির কেন ক্ষেপে গিয়েছিলেন সেটিও বলেছেন সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার। মেসি এবং আগুয়েরো নিজেদের ক্যারিয়ারের শুরু থেকেই খুব ভালো বন্ধু। মেসি এখনো খেলা চালিয়ে গেলেও, মাত্র ৩৪ বছর বয়সেই অবসর নিতে বাধ্য হয়েছেন আগুয়েরো।
কারণ, হৃদপিন্ডের সমস্যা ধরা পড়েছে সাবেক ম্যান সিটি এবং বার্সেলোনা তারকার। আর সেই আগুয়েরোই কিনা বিশ্বকাপ ফাইনাল জয়ের পর অতিরিক্ত মদ্যপান করছিলেন, তাও আবার মেসির সামনেই!
আর এটি দেখেই ক্ষেপে গিয়েছিলেন মেসি, হৃদপিন্ডের সমস্যা থাকা সত্ত্বেও আগুয়েরোর পানীয় পান একদমই পছন্দ হয়নি আর্জেন্টিনা অধিনায়কের, 'মেসি আমার উপর রেগে গিয়েছিল। এটা সত্যি যে আমি অনেক বেশি পান করে ফেলেছিলাম। তার উপর আবার খুব একটা বেশি ভারী খাবারও খাইনি।'
তবে ফাইনাল জয়ের পর আগুয়েরোর যদি কিছু হয়েও যেতো, তাতেও সমস্যা ছিলো না তার, 'আমার যদি কিছু হয়েও যেতো, আমি খুশি মনেই মেনে নিতাম। বিশ্বকাপ জিতে গেছি, কিছু হলে এদিনই হোক না হয়!'
কিন্তু লিওনেল মেসি পাশে থাকতে নিজের সবচেয়ে ভালো বন্ধুর কিছু হতে দিবেন কেন! আর সেজন্যই আগুয়েরোকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিলেন তিনি।