পেলের নামে স্টেডিয়ামের নামকরণ করছে কেপ ভার্দে
পেলের কীর্তিকে চিরন্তন করে রাখতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, তারা বিশ্বের প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করবেন অন্তত যেন একটি স্টেডিয়াম পেলের নামে নামকরণ করা হয়। ফিফা সভাপতির সেই আহ্বানে সাড়া দিয়েছেন কেপ ভার্দের প্রধানমন্ত্রী, উলিসেস কোরেইয়া সিলভা।
কেপ ভার্দে আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ, যাদের জনসংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখের কিছু বেশি। সেই তারাই ফিফা সভাপতির অনুরোধে প্রথম সাড়া দিয়েছেন। কেপ ভার্দের একটি স্টেডিয়ামের নামকরণ করা হবে ফুটবলের রাজার নামে।
কেপ ভার্দের প্রধানমন্ত্রী এই ঘোষণাটি দেন। তাদের এস্তাদিও ন্যাসিওনাল দে কেবো ভার্দের নামের পনেরো হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটির নামকরণ হবে 'পেলে স্টেডিয়াম'।
ফুটবলের প্রতি পেলের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কেপ ভার্দের প্রধানমন্ত্রী, 'ফুটবলের রাজার প্রতি এটিই আমাদের শ্রদ্ধা নিবেদনের উপায়। পেলে আমাদের সবাইকে যে আনন্দ দিয়েছেন তাতে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।'
কেপ ভার্দের পাশাপাশি অন্যান্য দেশও ফিফার এই আহ্বানে সাড়া দিবে বলেও আশাবাদী তিনি, 'আমরা এই কাজটি করছি। আশা করছি, অন্যান্য ফেডারেশনও এই উদ্যোগটি নিবে।'
পেলেকে শারীরিকভাবে আর না পাওয়া গেলেও সবার মনে তিনি থেকে যাবেন বলেও মন্তব্য করেন উলিসেস কোরেইয়া।