ব্যাটিং নাকি বোলিংয়ের কথা ভেবেছিলেন, টস জিতে ভুলে গেলেন রোহিত
ব্যাপারটাকে 'ব্রেইন ফেড' বলতে হবে। না হলে এমন হওয়ার কোনো কারণ নেই। আগে থেকেই ঠিক করা সিদ্ধান্ত শুধু টসের সময়ে জানাতে হয়, কিন্তু রোহিত শর্মা সেটাই ভুলে গেলেন। ব্যাটিং নাকি বোলিংয়ের কথা ভেবেছিলেন, ভারতের অধিনায়ক সেটা ভুলে গেলেন টস জেতার পরে। অনেকটা সময় নিয়ে সিদ্ধান্ত জানালেও রোহিতের অঙ্গভঙ্গি বলছিল না যে, তিনি নিশ্চিত।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডের টসের সময় মজার এই কাণ্ড ঘটে। রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে সিদ্ধান্ত জানাতে রোহিত যতোটা সময় নেন, ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও অধিনায়করা এতোটা সময় নেন না বা নেওয়ার সুযোগ থাকে না। ব্যাটিং নাকি বোলিংয়ের কথা ভেবেছিলেন, তা মনেই করতে পারছিলেন না ভারত অধিনায়ক।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস জেতেন রোহিত শর্মা। এরপর রোহিতের কাছে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ জানতে চান, ব্যাটিং নাকি বোলিং করবেন। এ সময় হঠাৎ-ই থমকে যান রোহিত। অভিজ্ঞ এই ক্রিকেটার মাথায় হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন কিছুটা সময়।
সাধারণত ম্যাচের আগে টিম মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হয়, টস জিতলে দল ব্যাটিং করবে নাকি বোলিং। অধিনায়ক আগে থেকেই নিশ্চিত থাকেন বলে টস জয়ের সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত জানিয়ে দেন। কিন্তু রোহিত ভুলে গিয়েছিলেন, টসের আগে টিম মিটিংয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
টস জিতে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়েন রোহিত। এ সময় তিনি মনে করার চেষ্টা করছিলেন টিম মিটিংয়ে কী আলোচনা হয়েছিল। মাথার এক পাশে হাত দিয়ে রোহিত বলছিলেন, 'আহ, আহ, আমরা কী নিবো! আমরা বোলিং, হ্যাঁ বোলিং করবো।' রোহিতের এমন অবস্থা দেখে হাসতে থাকেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম ও জাভাগাল শ্রীনাথ। শেষে এ দুজন হো হো করে হেসে ওঠেন।
পাশেই দাঁড়ানো ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও হাসি আটকে রাখতে পারেননি, মাইক্রোফোন হাতেই হেসে ফেলেন তিনি। দূর থেকে রোহিতের এই দশা দেখছিলেন মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহালসহ আরও কয়েকজন, সবাই তখন হাসছিলেন।