কিংবদন্তির ঘরে নতুন অতিথি
বয়স চলছে ৩৩, এ সময়ের মধ্যে বিশ্বজয় করেছেন কয়েকবার। গড়েছেন বেশ কিছু রেকর্ড। কিন্তু বাবাদের ক্লাবে যোগ দেওয়া বাকি ছিল কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের। সেই অপূর্ণতা এবার ঘুচে গেল এই জ্যামাইকানের। প্রথমবারের মতো বাবা হয়েছেন পৃথিবীর দ্রুততম মানব।
অলিম্পিকে রেকর্ড ৮টি স্বর্ণজয়ী বোল্ট ও তার বান্ধবী ক্যাসি বেনেটের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। করোনাভাইরাসের কারণে পৃথিবীর সবখানেই এখন স্থবিরতা-নিরবতা। কিন্তু জ্যামাইকাতে ভিন্ন চিত্র। দ্বীপ দেশটিতে খুশির হুল্লোড় পড়ে গেছে।
বাবা হওয়ার খবরটি এখনও জানাননি উসাইন বোল্ট। এর মধ্যেই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর কেউ নন, কিংবদন্তির ঘরে নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন খোদ জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে খবরটি জানান হোলনেস। বোল্ট ও তার বান্ধবীকে অভিনন্দন জানিয়ে জ্যামাইকাইন প্রধানমন্ত্রী তার টুইটে লিখেছেন, 'কন্যা সন্তানের আগমন উপলক্ষে আমাদের স্প্রিন্টের কিংবদন্তি উসাইন বোল্ট ও ক্যাসি বেনেটকে অভিনন্দন।' কন্যা সন্তানের নাম কী রাখা হয়েছে, সেটা এখনও নিশ্চিত করা হয়নি।
বাবা হতে যাচ্ছেন, গত মার্চে এই খবরটি জানিয়েছিলেন উসাইন বোল্ট। ছেলে নাকি মেয়ের বাবা হচ্ছেন, জানিয়েছিলেন সেটাও। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী এই স্প্রিন্টার এক ভিডিও বার্তায় বলেছিলেন, 'আমি সবাইকে জানাচ্ছি, আমি একজন মেয়ের বাবা।'
১১ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বোল্ট ইতিহাসের একমাত্র স্প্রিন্টার, যে কিনা টানা তিনটি অলিম্পিকে স্বর্ণ জিতেছেন। লন্ডনে অনুষ্ঠিত ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেন ট্র্যাক এন্ড ফিল্ডের এই রাজা।