গার্ডিয়ানের বর্ষসেরা খেলোয়াড় মেসি, সেরা পঞ্চাশে নেই রোনালদো
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ২০২২ সালের সেরা ১০০ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে পত্রিকাটি। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো মেসি স্বাভাবিকভাবেই আছেন প্রথম স্থানে।
পিএসজি এবং আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত একটি বছর কাটানোর পুরস্কারই পেয়েছেন মেসি। তার ক্লাব সতীর্থ ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে হয়েছেন দ্বিতীয়। সেরা পঞ্চাশেও জায়গা হয়নি ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০৬ জন সাংবাদিকের ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে এই তালিকা। যেখানে সর্বোচ্চ ৭৬% ভোট পেয়ে অবিসংবাদিতভাবে প্রথম হয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন ১৩% ভোট। তৃতীয় হয়েছেন বর্তমানে ব্যালন ডি'অরের অধিকারী, করিম বেনজেমা। তিনি পেয়েছেন ১০% ভোট।
২০৬ জনের মধ্যে মেসিকে এক নম্বর হিসেবে ভোট দিয়েছেন ১৫৬ জন সাংবাদিক। গত বছর প্রথম হওয়া রবার্ট লেভানডোভস্কি পেয়েছিলেন ৫৩% ভোট। মেসির সঙ্গে বাকি খেলোয়াড়দের পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠেছে এখানেই।
তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেরা পঞ্চাশের বাইরে চলে যাওয়াটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা পর্তুগালের হয়ে বাজে একটা বছর কেটেছে তার। যার জন্য ইউরোপের কোনো ক্লাবে জায়গা হয়নি পর্তুগিজ তারকার। গার্ডিয়ানের এই তালিকায় রোনালদোর জায়গা হয়েছে শেষ পর্যন্ত ৫১ তম স্থানে।