'ম্যারাডোনা থাকলে আমাকে নিজের হাতে বিশ্বকাপ তুলে দিতেন'
পুরো ক্যারিয়ার জুড়েই দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা হয়েছে তার। ক্লাব ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত অর্জনে ম্যারাডোনাকে অনেক আগেই ছাড়িয়ে গেলেও একটা জায়গায় তার চেয়ে পিছিয়ে ছিলেন মেসি। একটা বিশ্বকাপ জয়ের মেডেল যে ছিলো না মেসির ট্রফিকেসে।
কাতার বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়েছেন মেসি। আর্জেন্টাইন ঈশ্বরের কীর্তির পুনরাবৃত্তি করেছেন আর্জেন্টাইন জাদুকর। আর্জেন্টিনাকে জিতিয়েছেন তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা।
তবে মেসির এই কীর্তি ম্যারাডোনা নিজের চোখে দেখে যেতে পারেননি। ২০২০ সালের নভেম্বরের যে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। মেসির সবচেয়ে বড় সমর্থক ছিলেন ম্যারাডোনা। ২০১০ বিশ্বকাপে তো কোচের ভূমিকায়ও চেষ্টা করেছিলেন নিজের শিষ্যকে বিশ্বকাপ জেতাতে। হয়নি সেবার, তবে এবার হয়েছে।
বিশ্বকাপ জয়ের পরপরই ম্যারাডোনাকে স্মরণ করেছেন মেসি। এবার তিনি জানালেন, স্বপ্নের বিশ্বকাপ শিরোপাটি ম্যারাডোনার হাত থেকে নিতে পারলে দুর্দান্ত হতো, 'দিয়েগো বেঁচে থাকলে আমাকে নিজের হাতে বিশ্বকাপ তুলে দিতেন। আর সেই মুহূর্তটা হতো অসাধারণ।'
ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সবকিছু পেয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে ভুলেননি আর্জেন্টাইন কিংবদন্তি, 'আমি সবসময়ই জানতাম ঈশ্বর আমাকে হতাশ করবেন না। তিনি আমাকে সবকিছু দিয়েছেন। কোপা আমেরিকা জেতার সময়েও আমার এটাই মনে হয়েছে।'