'মেসিকে সামনে দেখার পর খেলাই ছেড়ে দিতে চেয়েছিলাম'
মেসির বিপক্ষে খেলা যে কতোটা ভয়ানক তা হাড়ে হাড়ে টের পেয়েছেন অনেক ডিফেন্ডারই। মেসিকে মনে মনে বিষেদাগার করতেও হয়তো ছাড়েননি। কিন্তু মেসির সঙ্গে একই দলে থাকার পরও খেলা ছেড়ে দিতে চেয়েছেন, এমন কাউকে খুঁজে পাওয়া গেলে কী বলবেন?
তেমনটিই ঘটেছে কেভিন প্রিন্স বোয়াটেং-এর ক্ষেত্রে। সাবেক এই ঘানাইয়ান ফরোয়ার্ড এক মৌসুম মেসির সঙ্গে বার্সেলোনায় কাটিয়েছেন। তখনকার অভিজ্ঞতা জানাতে গিয়েই তিনি অবসর নেওয়ার চিন্তার কথাও বলেছেন!
২০১৮-১৯ মৌসুমে ধারে বার্সেলোনায় আসেন বোয়াটেং। কাতালান ক্লাবটিতে আসার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজের প্রিয় খেলোয়াড় হিসেবে মানতেন তিনি। কিন্তু মেসিকে দেখার পর সেসব কিছুই ভুলে গিয়েছেন বলে মন্তব্য বোয়াটেং-এর।
এমনকি মেসিকে অনুশীলনে দেখে নিজেকে তুচ্ছ বলে মনে হয়েছে তার, 'বার্সেলোনায় আসার আগে আমি ক্রিশ্চিয়ানোকে সেরা মনে করতাম। কিন্তু মেসিকে দেখার পর আমার ধারণা বদলে গিয়েছে। আমি একটা সময় খেলা ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলাম, নিজেকে এতটাই তুচ্ছ মনে হয়েছ।'
যদিও বোয়াটেংকে খেলা ছেড়ে দিতে হয়নি। বার্সেলোনার হয়ে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই ঘানাইয়ান। পরবর্তীতে ফিরে যান নিজের মূল ক্লাব ফিওরেন্তিনাতে।