ছয় বছর পর শিরোপা জিতল ইউনাইটেড
স্যার অ্যালেক্স ফার্গুসনের সময়ে শিরোপা জেতা যেন ডালভাতে পরিণত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তিনি বিদায় নেওয়ার পর ১০ বছরে মাত্র ৫ টি শিরোপা জিতেছে ইউনাইটেড। গত ছয় বছরে যে জেতেনি কিছুই। অবশেষে সেই ধারা ভেঙ্গেছে ট্যান হাগের দল।
ইংলিশ লিগ কাপের ফাইনালে নিউক্যাসলকে হারিয়ে ছয় বছর পর কোনো শিরোপার স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক ট্যান হাগের অধীনে রেড ডেভিলদের প্রথম শিরোপা এটি।
ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধে কাসেমিরো এবং নিউক্যাসলের বটম্যানের আত্মঘাতী গোলে ২-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ছয় মিনিটের ব্যবধানে হওয়া গোল দুটি যথেষ্ট প্রমাণিত হয় ইউনাইটেডের জয়ের জন্য।
পুরো ম্যাচে নিউক্যাসল তেমন সুবিধা করতে পারেনি। ইউনাইটেডের প্রাণবন্ত, গতিশীল ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি এডি হাউয়ের শিষ্যরা। নিজেদের জাত চিনিয়ে শিরোপা জিতে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
এরিক ট্যান হাগ আসার পর থেকেই ইউনাইটেড নিজেদের পুরোনো রূপে ফেরার আভাস দিচ্ছে। যার প্রমাণ তাদের এই শিরোপা জয়। ইউনাইটেড ভক্তরা আশা করতেই পারেন, শিরোপা জেতা আবারো অভ্যাসে পরিণত হবে তাদের দলের।