রিয়াল ছাড়ার সময় কেঁদেছেন ওজিল
সদ্যই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসুত ওজিল। চোটের কাছে হার মেনে ৩৪ বছর বয়সেই খেলা ছাড়তে হলো সাবেক এই জার্মান মিডফিল্ডারকে।
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা এই তারকা মিডফিল্ডার ক্লাব ক্যারিয়ারে খেলেছেন রিয়াল মাদ্রিদ, আর্সেনালের মতো ক্লাবে। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ জায়ান্ট আর্সেনালে যোগ দেন ওজিল।
তবে ওজিলের রিয়াল মাদ্রিদ ছাড়ার অভিজ্ঞতাটা সুখকর ছিলো না। আচমকাই স্প্যানিশ ক্লাবটি ছেড়ে আর্সেনালে যেতে হয়েছিল তাকে। দলবদলের শেষদিনে এসে রিয়াল ছাড়েন তিনি।
ওজিলের রিয়াল মাদ্রিদ ছাড়ার মূল কারণ ছিলো ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে জার্মান মিডফিল্ডারের বাবা এবং এজেন্টের সম্পর্কের অবনতি। যে কারণে ওজিল থাকতে চাইলেও তাকে ক্লাব ছাড়তে বাধ্য হতে হয়।
রিয়াল ছেড়ে যাওয়ার সময় কেঁদেছেন বলে জানিয়েছেন ওজিল, 'আমি রিয়াল মাদ্রিদে খুবই খুশি ছিলাম। আমি থাকতেও চেয়েছিলাম। কিন্তু যখন আমি আর্সেনালে যোগ দেওয়ার জন্য বিমানে উঠলাম, তখনই আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম, আমার স্বপ্নটা শেষ হয়ে গিয়েছে।'
উল্লেখ্য, তিন বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ওজিল। জিতেছেন একটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে অসাধারণ এক জুটি গড়ে তুলেছিলেন মেসুত ওজিল।