লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতলেন মেসি
গত কিছুদিনের খারাপ সময় পেরিয়ে সুসময়ের দেখা পেয়েছেন লিওনেল মেসি। গতকাল রাতে লরিয়াসের দেওয়া ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি।
ক্যারিয়ারে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন তিনি। এর আগে ২০২০ সালে এই সম্মানজনক পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। মেসিই একমাত্র ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতায় এবং সেখানে মুখ্য ভূমিকা পালন করায় মেসিকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। পিএসজির হয়েও ব্যক্তিগতভাবে দারুণ এক মৌসুম কাটাচ্ছেন মেসি। যদিও সম্প্রতি ক্লাবের সঙ্গে ভুল বোঝা বুঝিতে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন, ক্ষমাও চেয়েছেন নিজের ভুল স্বীকার করে।
সব মিলিয়ে কিছুটা চাপের মুখে থাকলেও এই পুরস্কার আবারো হাসি ফুটিয়েছে মেসির মুখে। লরিয়াস এই পুরস্কারটি দিয়ে থাকে সব ধরণের খেলাধুলা থেকে সেরা ক্রীড়াবিদকে বাছাই করে।
রজার ফেদেরার, রাফায়েল নাদাল, টাইগার উডস, লুইস হ্যামিলটনের মতো তারকারা এই পুরস্কার জিতেছেন এর আগে। মেসি ছাড়া এই পুরস্কার জিতেননি কোনো ফুটবলারই। সেখানে মেসি একাই জিতলেন দ্বিতীয়বারের মতো।
জেতার পর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসি, 'আমার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জয় আমি পূরণ করেছি। এই পুরস্কারটি পেয়ে আমি কৃতজ্ঞ। আমি বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে অনেক আনন্দের মুহূর্ত কাটিয়েছি। আর্জেন্টিনার হয়ে কিছু কষ্টের সময়ও ছিলো। যা আমাকে আরো পরিণত করেছে।'
মেসির পাশাপাশি পুরস্কার জিতেছে আর্জেন্টিনাও। ওয়ার্ল্ড টিম অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল।