মেসি বার্সেলোনায় ফিরবে: গার্দিওলা
১৫ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে পেপ গার্দিওলা কোচিং করিয়েছেন তিনটি দেশের ভিন্ন তিনটি ক্লাবকে। শতশত খেলোয়াড় দেখেছেন, তার অধীনে খেলেছেন অসংখ্য ফুটবলার। কিন্তু লিওনেল মেসির জায়গা গার্দিওলার কাছে সবসময়ই সবার ওপরে৷
মেসির সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই নিজের সবচেয়ে প্রিয় শিষ্যকে আবারো বার্সেলোনায় দেখার আশাবাদ ব্যক্ত করেছেন ম্যানচেস্টার সিটি কোচ।
লা লিগার বেতনসীমা সংক্রান্ত জটিলতা থাকলেও পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফেরার সম্ভাবনা আছে মেসির। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, এক বছর বার্সায় খেলে সৌদি ক্লাব আল হিলালে নাম লেখাতে পারেন মেসি।
পেপ গার্দিওলা মনে করেন, সাবেক ক্লাবে ফিরতে সম্ভাব্য সবকিছু করবেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। শুধু তাই নয়, মেসি বার্সায় থেকেই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন বলে বিশ্বাস ম্যানচেস্টার সিটি কোচের, 'আমার মনে হয়, বার্সেলোনায় ফিরতে সে অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে।'
গার্দিওলা তার সবচেয়ে প্রিয় শিষ্যের সঙ্গে নিজের স্মৃতিচারণও করলেন, 'আমাদের বার্সায় থাকাটা ছিল টার্নিং পয়েন্ট। একসঙ্গে আমরা অনেক কিছু জিতেছি। সে না থাকলে এটা সম্ভব হতো না। আমি শুধু শিরোপা জেতার কথা বলছি না। খেলার সৌন্দর্য, মাঠে প্রভাব বিস্তার, নান্দনিকতা এসব কিছুই সম্ভব হয়েছে মেসি থাকায়।'
মেসি বার্সা সঙ্গে বার্সার সম্পর্ক কখনো শেষ হতে পারে তা ভাবতেই পারেন নি গার্দিওলা, 'শুধু আমি কেন, কেউই ভাবেনি এমনটা ঘটতে পারে। ক্লাবের সম্মান বাড়াতে সে অনেক সহায়তা করেছে।'
বার্সা থেকে মেসি যেভাবে বিদায় নিয়েছেন সেটি নিয়ে খুশি নন গার্দিওলা। প্রিয় শিষ্যকে প্রাপ্য বিদায় দিতে পারবেন বলে বিশ্বাস গার্দিওলার, 'সে যেভাবে ক্লাবকে এত বড় জায়গায় নিয়ে গিয়েছে, তাকে সেভাবেই বিদায় জানানো উচিত। সে সর্বকালের সেরা ফুটবলার। আমি আশা করি, একদিন আমরা ওকে প্রাপ্য বিদায় জানাতে পারব।'
গার্দিওলার কথায় কী তবে মেসির বার্সেলোনায় ফেরার আভাসই পাওয়া গেল? তিনি নিজেও কী কখনো ফিরবেন বার্সার কোচ হয়ে? সব প্রশ্নের উত্তর সময়ের হাতেই তোলা থাক।