সৌদি আরবের দেওয়া প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রস্তাবে রাজি মেসির বাবা!
ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়বস্তু এখন লিওনেল মেসির ভবিষ্যত। সামনের মৌসুমে কোথায় খেলবেন আর্জেন্টাইন মহাতারকা, সেই জল্পনা-কল্পনার অবসান সহসাই ঘটছে না।
এর মধ্যেই মেসির দলবদল নিয়ে নতুন একটি খবর দিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো। তারা জানিয়েছে, সৌদি আরবের লিগে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন।
সৌদি আরবের লিগে মেসির খেলার প্রস্তাবটা এসেছে আল-হিলালের পক্ষ থেকে। সেই প্রস্তাবে টাকার অঙ্কটা বিশাল। ফুত মেরকাতোর খবর অনুযায়ী, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৮০০শ কোটি টাকা!
সৌদি আরবের ক্লাব আল-নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা সেটির প্রায় দ্বিগুণ। এমন লোভনীয় প্রস্তাবে 'না' বলা যে কারো জন্যই বেশ কঠিন।
মেসিকে সৌদি আরবের এমন প্রস্তাব দেওয়ার খবর আগেই দিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তাদের খবরে তখন বলা হয়েছিল, মেসিকে ১ বছরের জন্য ৬০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সেই প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন মেসি। সে সময় মেসির বাবা অবশ্য সেটিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দিয়েছিলেন।