বার্সায় ফেরা নিয়ে যা বললেন মেসির বাবা
তবে কী কোটি ভক্তের মনের আশা পূরণ হতে চলেছে? লিওনেল মেসি ফিরতে চলেছেন বার্সেলোনায়? অন্য যে কোনো সময়ের চেয়ে মেসি ও বার্সা ভক্তরা বেশি আশাবাদী কারণ স্বয়ং মেসির বাবা এবং এজেন্ট হোর্হে মেসি যে সেই ইঙ্গিতই দিয়েছেন।
বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেছেন মেসির বাবা হোর্হে। সেই আলোচনার পরই মেসির বার্সায় ফেরার ব্যাপারে জানিয়েছেন হোর্হে।
পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় মেসি এখন 'ফ্রি এজেন্ট'। আর এই সুযোগেই তাকে দলে টানতে চাইছে সৌদি আরবের আল-হিলাল এবং যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। কিন্তু মেসির মন যে পড়ে আছে কাতালুনিয়াতেই!
তবে লা লিগার শর্তের কারণে এতদিন ঝুলে ছিলো মেসির বার্সায় ফেরার বিষয়টি। কিন্তু ইতিবাচকভাবে এখন বল বার্সেলোনার কোর্টে। কারণ নিজেদের আর্থিক দিকগুলো ঠিকঠাক করেই মেসিকে নিতে পারবে তারা।
আর মেসিও এ ব্যাপারে স্বাভাবিকভাবেই আগ্রহী। সেটিই জানিয়েছেন হোর্হে, 'মেসি বার্সায় ফিরতে চায়। সে এ ব্যাপারে নিশ্চিত।'
তবে বার্সার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব যায় নি মেসির কাছে। সময়ও খুব বেশি নেই কারো হাতেই। তাই বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধান করতে চায় দুই পক্ষই। মেসি নিজেও মঙ্গলবারেই নিজের সিদ্ধান্ত জানাবেন বলে গুঞ্জন।