বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদেই
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে আপত্তি ছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তৈরি করা বিশ্বকাপের খসড়া সূচিতে আহমেদাবাদেই রাখা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।
এই সূচিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেওয়া হয়েছে কলকাতায়। স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হবে পুনেতে। আগামীকাল দক্ষিণ আফ্রিকায় আইসিসি বোর্ডের সভায় এই সূচিটি চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায়।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর সময় ধরে বিশ্বকাপের সূচি তৈরি করেছে বিসিসিআই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
স্বাগতিক ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি রাখা হয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদে।
সর্বশেষ আসরের মতো এবারও বিশ্বকাপে খেলবে ১০টি দল। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
খসড়া সূচিতে বাংলাদেশ-ভারত ম্যাচ রাখা হয়েছে ১৯ অক্টোবর মহারাষ্ট্রের পুনেতে। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে। খসড়া সূচিতে প্রয়োজন সাপেক্ষে সংশোধন এনে এই সপ্তাহেই চূড়ান্ত সূচি ঘোষণা হওয়ার কথা রয়েছে।