আর্জেন্টাইন ডিফেন্ডারের পা ভেঙে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন মার্সেলো
গুরুতর ফাউল করায় রেফারি সরাসরি দেখিয়েছেন লাল কার্ড। মাঠ ছাড়ছিলেন মার্সেলো, এ নিয়ে হয়তো আফসোস ছিল না তার। বরং ফাউল করা প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের জন্য কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় ফ্লুমিন্সের ব্রাজিলিয়ান এই লেফট ব্যাককে। তার ফাউলের শিকার হওয়া আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেসের পা ভেঙে উল্টো দিকে মুচড়ে গেছে। ফাউল করেই হতভম্ব হয়ে পড়া মার্সেলো পড়ে আর কান্না ধরে রাখতে পারেননি।
মঙ্গলবার লাতিন আমেরিকার অঞ্চলের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবের্তাদোরেসের ম্যাচে অনাকঙ্খিত এই ঘটনা ঘটে। বুয়েন্স এইরেসের দিয়েগো মারাদোনা স্টেডিয়ামে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স মুখোমুখি হয়। ম্যাচের ৫৫ মিনিটে মার্সেলোর ফাউলের শিকার হন সানচেস। পা ভেঙে মাঠে কাতরাতে থাকা আর্জেন্টাইন এই ফুটবলারের ক্যারিয়ার কার্যত শেষ হয়ে যাওয়ার মুখে।
বল নিয়ে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মার্সেলো। এ সময় পাশ থেকে ছুটে এসে পা বাড়িয়ে মার্সেলোকে আটকাতে যান সানচেস। গতিতে থাকার কারণে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি মার্সেলো। সানচেসের বাড়িয়ে দেওয়া বাঁ পায়ের উপর গিয়ে পড়ে মার্সেলোর পা, সানচেসের পায়ের ওপর ভর দিয়ে পেরিয়ে যান তিনি। মুহূর্তেই সানচেসের পা ভেঙে উল্টো দিকে মুচড়ে যায়।
মার্সেলোকে সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখানো হয়। কিছুক্ষণ সানচেসের পাশে থেকে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার, এ সময় তিনি কাঁদছিলেন। সানচেসের পায়ের অবস্থা দেখে আতকে ওঠেন মার্সেলো, নিজের করা ভুলে ভেঙে পড়েন তিনি। এ কারণেই চোখের পানি আটকে রাখতে পারেননি দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার। তার একটি ট্যাকলে যে মুহূর্তেই সানচেসের পা ভেঙে দু টুকরো হয়ে গেছে!
চোট পাওয়ার পর সানচেসের সতীর্থরা এগিয়ে যান, তাকে ঘিরে ধরেন। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সানচেসের হাঁটু জায়গা থেকে সরে গেছে। তিনি আর মাঠে ফিরতে পারবেন কিনা, এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফ্লুমিনেন্স এক বিবৃতিতে বলেছে, 'সানচেস মারাত্মক চোট পেয়েছে। সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, সেই প্রার্থনাই আমরা করছি।'
সানচেসের দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন মার্সেলো। সানচেসের সঙ্গে খেলার মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, 'দিনটা আমার কাছে অত্যন্ত কঠিন ছিল। আমি অনিচ্ছাকৃতভাবে আমার বিপক্ষ দলের এক ফুটবলারকে চোট দিয়ে ফেলেছি। সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, পৃথিবীর সব শক্তি ওকে দাও।