বিসিবির সভায় চূড়ান্ত হয়নি অধিনায়ক, রেসে আছেন মিরাজও
তামিম ইকবাল ওয়ানডের নেতৃত্ব ছেড়েছেন গত ৩ আগস্ট, তখন থেকেই নতুন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পাঁচদিন পেরিয়ে যাওয়ার পরও নতুন অধিনায়ক চূড়ান্ত করার পথে এক পা-ও এগোতে পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার জরুরি সভা করেও অধিনায়ক চূড়ান্ত করা যায়নি।
বোর্ড পরিচালকদের সম্মতিক্রমে ওয়ানডে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। আগামী ১২ আগস্টের মধ্যে অধিনায়ক চূড়ান্ত করে ফেলা হবে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। জরুরি সভা শেষে সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
জালাল ইউনুস বলেন, 'আপনারা জানেন যে, আজ আমাদের একটা জরুরি মিটিং ছিল। জরুরি মিটিং ডাকার একটা কারণ ছিল, সেটা অধিনায়কত্বের ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচনের কথা ছিল। বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার জন্য দায়িত্ব দিয়েছি। আজ থেকে উনি আলোচনা শুরু করবেন। যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন, আজ থেকে অফিসিয়ালি আলাপ আলোচনা শুরু হবে।'
'যে কয়জন সম্ভাব্য ক্যান্ডিডেট আছে অধিনায়কত্বের জন্য, তাদের সাথে কথা বলে, ভেবেচিন্তে উনি আমাদের… (সিদ্ধান্ত জানাবেন), আমরা ফাইনাল করব। আশা করি আমরা দুই-তিন দিনের মধ্যে, ১২ সেপ্টেম্বরের আগে আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা অধিনায়ক চূড়ান্ত করে আপনাদের জানিয়ে দিবো।' যোগ করেন বিসিবির এই পরিচালক।
ওয়ানডের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম জোরেশোরে শোনা যাচ্ছে, নাম আছে লিটন কুমার দাসেরও। জালাল ইউনুস জানালেন, মেহেদী হাসান মিরাজকেও বিবেচনায় রাখা হয়েছে, 'আপনারা জানেন সাকিব আছে, লিটন আছে। আরেকজন আমাদের প্রমিজিং মিরাজ আছে। সেও একজন, অনেকের মধ্যে নামগুলো উঠে এসেছে। এদের নামগুলো আপনারাও সবাই জানেন। এদের মধ্য থেকে, এদের সঙ্গে মূলত আলাপ আলোচনা করা হবে।'
নতুন ওয়ানডে অধিনায়কই এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দেবেন কিনা, এমন প্রশ্নে দুই ধরনের উত্তর দিয়েছেন জালাল ইউনুস। শুরুতে তিনি বলেন, 'যেহেতু আমাদের ১২ তারিখের মধ্যে দিতে হবে, সেই জন্য ১২ তারিখের মধ্যে এশিয়া কাপের অধিনায়ক দেওয়া হবে। আমাদের দলও দেওয়ার ব্যাপার আছে। যেহেতু বিশ্বকাপের জন্য ৫ সেপ্টেম্বর আমাদের কাটআউট টাইম, তার আগে আমরা চাচ্ছি যে ভেবে-চিন্তে পরবর্তীতে বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করতে।'
একই প্রশ্নে পরে ভিন্ন তথ্য দেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, 'আলাপ-আলোচনা করে পরবর্তীতে আমরা চূড়ান্ত করব। এশিয়া কাপের পর আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। এরপর আমরা বিশ্বকাপে যাবো। তিনটা খেলা আছে আমাদের এখানে। তিনটা খেলার জন্য যে আমাদের ওয়ানডে অধিনায়ক, সেই কন্টিনিউ করবে।'