শুধু ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে, এ কেমন নিয়ম এসিসির!
বৃষ্টির বাধায় এশিয়া কাপের শ্রীলঙ্কায় হওয়া ম্যাচগুলোতে ওভার কমেছে। পরিত্যক্তই হয়ে গিয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত পুরো ইনিংস ব্যাট করার সুযোগ পেলেও, পাকিস্তান ব্যাটিংয়ে নামার পর বৃষ্টি বাগড়া দেয়।
সুপার ফোরেও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে। যেখানে বৃষ্টি ঝড়ার সম্ভাবনা প্রবল। সে কারণেই বিশেষ ব্যবস্থায় দুই দলের এই ম্যাচটির জন্য রিজার্ভ ডে রেখেছে এসিসি।
আর এই কারণে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচ যেন গ্রুপ পর্বের মতো ভেস্তে না যায়, তাই একটি বাড়তি দিন রাখার কথা ভাবছে কর্তৃপক্ষ। অর্থাৎ, ১০ সেপ্টেম্বরের ম্যাচটি যদি বৃষ্টি কিংবা বৈরি আবহাওয়ার কারণে না হয় তাহলে পরের দিন অনুষ্ঠিত হবে।
সাধারণত কোনো টুর্নামেন্টে রিজার্ভ ডে রাখা হলে সেটি সব ম্যাচের জন্যই করা হয়। কিন্তু এবার শুরু থেকে এশিয়া কাপে কোনো রিজার্ভ ডে ছিলো না। শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখতে টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন করেছে এসিসি। টুর্নামেন্টের বাকি দল এবং ম্যাচগুলো নিয়ে যেন কোনো চিন্তাই নেই তাদের! এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেয়নি তারা।
বৃষ্টির কারণে ক্যান্ডিতে ভারত–পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ম্যাচটি না হওয়ায় বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে আয়োজক ও সম্প্রচারক কর্তৃপক্ষের।
ভারত–পাকিস্তান ম্যাচ থেকেই সবচেয়ে বড় অঙ্কের রাজস্ব আসেএসিসির। এখন কলম্বোয় যদি দুই দলের লড়াই ভেসে যায় বৃষ্টিতে, বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন আয়োজকরা।