এশিয়া কাপ ফাইনাল: ১২ রানেই নেই শ্রীলঙ্কার ছয় উইকেট!
ফাইনালে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তোপের মুখে পরেন লঙ্কান ব্যাটসম্যানরা। মোহাম্মদ সিরাজ এক ওভারে নিয়েছেন চারটি উইকেট!
এশিয়া কাপের ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে পরেছে শ্রীলঙ্কা। মাত্র ১২ রান তুলতেই ছয় উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
ফাইনালে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের তোপের মুখে পরেন লঙ্কান ব্যাটসম্যানরা।
মোহাম্মদ সিরাজ এক ওভারে নিয়েছেন চারটি উইকেট!
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ৩০ রান করেছে শ্রীলঙ্কা।
সিরাজের পাঁচ উইকেটের সাথে আরেকটি উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরা।