এশিয়া কাপের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা
এশিয়া কাপের ফাইনালে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস। আগুন ঝড়িয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।
সিরাজের তোপে এশিয়া কাপের ফাইনাল তো বটেই, এশিয়া কাপের ইতিহাসেই সবচেয়ে কম রানে অলআউট হয়েছে লঙ্কানরা। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে এই লজ্জাজনক রেকর্ড সঙ্গী হলো তাদের।
এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। তখনও শানাকা জানতেন না, নিজের পায়েই কুড়াল মারছেন তিনি। তাকে জানানোর দায়িত্ব নিলেন ভারতীয় পেসাররা।
বিশেষ করে মোহাম্মদ সিরাজ। জসপ্রিত বুমরা শুরু করেন ধ্বংসযজ্ঞ। প্রথম ওভারের তৃতীয় বলের ফেরান ওপেনার কুশন পেরেরাকে। এরপর তান্ডবলীলা চালান সিরাজ। এক ওভারে তুলে নেন চার উইকেট।
এক পর্যায়ে ১২ রানে ছয় উইকেট হারিয়ে ওয়ানডে ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা ঘিরে ধরে লঙ্কানদের। যদিও সেটি এড়াতে পেরেছে তারা। তবে ৫০ রানেই গুটিয়ে গেছে শানাকার দল। শ্রীলঙ্কার শেষ তিন উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন কুশন মেন্ডিস। সিরাজ শেষ পর্যন্ত থামেন ২১ রানে ছয় উইকেট নিয়ে।