আঙুলের চোটে শঙ্কায় উইলিয়ামসনের বিশ্বকাপ ভাগ্য
নিজেকে সবচেয়ে দুর্ভাগা ভাবতেই পারেন কেন উইলিয়ামসন। হাঁটুর চোটে সাত মাস মাঠের বাইরে থাকার পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক।
৭৮ রানের ইনিংস খেলে দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষ করে যেতে পারেননি উইলিয়ামসন।
আঙুলে চোট পেয়ে 'রিটায়ার্ড হার্ট' হয়ে উঠে যান কিউই অধিনায়ক। স্ক্যান করে জানা গেছে, এই চোটের জন্য আবারও মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন উইলিয়ামসন।
তবে বিশ্বকাপ থেকে পুরোপুরি খেলার আশা শেষ হয়ে যাচ্ছে না, নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড আশাবাদী, উইলিয়ামসনকে শেষের দিকের ম্যাচগুলোতে পাওয়া যাবে।
উইলিয়ামসনও এখন দলের সঙ্গেই থাকবেন। বাড়তি সতর্কতা হিসেবে উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেলকে উড়িয়ে আনছে কিউইরা।