৭০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
ভালো শুরুর আভাসই মিলেছিল। কিন্তু সে পথে বেশি পথ এগোনো হয়নি বাংলাদেশের। দলীয় ১৯ রানে ওলট-পালট হয়ে যায় বাংলাদেশের ইনিংস। এক ওভারের ব্যবধানে ফিরে যান দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। চাপ কাটিয়ে তোলার চেষ্টা করে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক সাকিব আল হাসান। ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমও।
নেদারল্যান্ডসের দেওয়া ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৭০ রানেই ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ রীতিমতো ধুঁকছে। ১৮ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭০ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদি হাসান কেউই এখনও রানের খাতা খুলতে পারেননি।
এবারের বিশ্বকাপে দুটি হাফ সেঞ্চুরি করা লিটন আউট হন বাজেভাবে। রিভার্স সুইপ করতে গিয়ে ডাচ অধিনায়ক ও উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন ১২ বলে ৩ রান করা ডানহাতি এই ওপেনার। ১৬ বলে ১৫ রান করা তানজিদ তামিমও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন।
শান্তরও আউটও চোখে লাগার মতো। অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে স্লিপে ধরা পড়েন ১৮ বলে ৯ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। দলের দুঃসময়ে পারলেন না সাকিবও। নিজের ব্যাটিং উন্নতি করতে দেশে গিয়ে অনুশীলন করে আসা অভিজ্ঞ এই অলরাউন্ডার লাফিয়ে ওঠা বলে ব্যাট চালিয়ে এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন।
ব্যতিক্রম ছিলেন মেহেদী হাসান মিরাজ, বিপর্যয়ের মাঝেও সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি। ৪০ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩৫ রান করে ডানহাতি এই ব্যাটসম্যানও উইকেটের পেছনে ক্যাচ দেন। বাংলাদেশের আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের তিনজনই ধরা পড়েছেন এডওয়ার্ডসের হাতে। চরম দুঃসময়ে মুশফিকও পারলেন না দলকে পথ দেখাতে, ১ রান করে বোল্ড হয়ে গেছেন তিনি।