অষ্টম ব্যালন ডি'অর জিতে ধরাছোঁয়ার বাইরে মেসি
ব্যালন ডি'অর সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড আগে থেকেই ছিল লিওনেল মেসির দখলে। এবার সেটিকেই আরেক ধাপ এগিয়ে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি'অর জিতেছেন এলএম টেন।
মেসি যে নিজের অষ্টম ব্যালন ডি'অর জিততে যাচ্ছেন তা মোটামুটি নিশ্চিতই ছিল। যা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে তার হাতে৷ প্যারিসে ব্যালন ডি'অর গালাতে মেসির হাতে পুরস্কার তুলে দেন ডেভিড বেকহাম।
ব্যালন ডি'অর ২০২৩ জেতার দৌড়ে মেসি এবার পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। মেসি এবার জেতার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যালন ডি'অর জয়ের ব্যবধান বেড়ে দাঁড়াল ৮-৫ এ।
গত মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে মেসির। ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাও ঘুচিয়েছেন ইন্টার মায়ামি তারকা। ৩৬ বছর পর মেসির হাত ধরেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।
দেশকে বিশ্বকাপ জিতিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ জিতে নিজের সব চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার কথাও বলেছিলেন মেসি।