বায়ুদূষণ থেকে ক্রিকেটারদের বাঁচাতে অনুশীলন বাতিল বাংলাদেশের
হারতে হারতে ক্লান্ত বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচ খেলতে বুধবার দিল্লিতে গিয়ে পৌঁছেছে সাকিব আল হাসানের দল। ম্যাচের আগে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে তিনদিন অনুশীলন করার কথা ছিল তাদের। কিন্তু ভারতের শহরটির বায়ুদূষণ থেকে ক্রিকেটারদের রক্ষা করতে আজকের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু দিল্লির বিভিন্ন জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৪০০ টপকে গিয়েছিল। যে কারণে বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করে সরকার। সতর্কতা হিসেবে দুই দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়। বিধিনিষেধ আরোপ করা হয়েছে নির্মাণ কাজ ও যান চলাচলের ওপর। তবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসি ও বিসিসিআইয়ের মধ্যে কোনো আলোচনা হয়নি।
বায়ুদূষণের কারণে আজ অনুশীলন করার ঝুঁকি নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বিসিবির এই পরিচালক বলেছেন, 'আজ আমাদের অনুশীলন ছিল। কিন্তু কন্ডিশন বাজে হয়ে যাওয়ায় আমরা ঝুঁকি নিইনি। অনুশীলনের জন্য আমরা আরও দুই দিন পাচ্ছি।'
বাংলাদেশ দলের কেউ কেউ কাশির সমস্যায় ভুগছেন। এমন কন্ডিশনে অনুশীলন করলে তা আরও বাড়তে পারে। তাই সতর্কতা হিসেবে অনুশীলন বাতিল করা হয়। খালেদ মাহমুদ বলেছেন, 'আমাদের মধ্যে কারও কারও কাশি হয়েছে, তাই ঝুঁকি তো থাকেই। আমরা অসুস্থ হতে চাই না। পরিস্থিতির উন্নতি ঘটবে কিনা জানি না, তবে আগামীকাল আমাদের অনুশীলন আছে। ৬ নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আমরা সব খেলোয়াড়কে ফিট চাই।'
শনিবারও অরুন জেটলি স্টেডিয়ামে সন্ধ্যায় অনুশীলন করা কথা বাংলাদেশ দলের। তবে পরেরদিন (রোববার) বেলা ২টা থেকে অনুশীলন করবেন একটা জয়ের জন্য হন্যে হয়ে ফেরা সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ টানা ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। বাকি থাকা দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করাই এখন তাদের একমাত্র লক্ষ্য। যদিও এই দুই ম্যাচ জিতলেই হবে না, মেলাতে হবে আরও সমীকরণ।