বিদায়ী টেস্টের আগে চুরি হলো ওয়ার্নারের ব্যাগি গ্রিন
অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিখ্যাত ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় পরার। এই ক্যাপে মিশে আছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্য, ইতিহাস ও সাফল্যের সব গল্প। একজন অজি ক্রিকেটারের কাছে তাই ব্যাগি গ্রিন ক্যাপের মাহাত্ম আলাদা।
ডেভিড ওয়ার্নারও তার ব্যতিক্রম নন, এখন পর্যন্ত ১১১ বার ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় পরে খেলতে নামার সুযোগ হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। সিডনি টেস্ট দিয়ে যার শেষ টানবেন তিনি, কিন্তু বিদায়ী টেস্ট খেলতে নামার আগেই কিনা চুরি হয়েছে ওয়ার্নারের ব্যাগি গ্রিন ক্যাপ!
ওয়ার্নার নিজের ব্যাগি গ্রিন ক্যাপ হারিয়েছেন মেলবোর্ন থেকে সিডনির এক ফ্লাইটে। টেস্ট অভিষেকে পাওয়া এই ক্যাপ বেশিরভাগ ক্রিকেটারই সযত্নে তুলে রাখেন। আর বিদায়ী টেস্টের আগে ওয়ার্নারের জন্য এটা তো বিশেষ কিছুই।
ইনস্টাগ্রামে নিজের ক্যাপ ফেরত পাওয়ার জন্য এক বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। সেই বার্তায় ওয়ার্নার বলেছেন, 'এটিই আমার শেষ অবলম্বন। আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজে সেটি পাওয়া যাচ্ছে না। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে গেছে। এটির সঙ্গে আমার আবেগ জড়িত, এটা এমন কিছু যা আমি ফিরে পেতে চাই।'
ওয়ার্নার আরও বলেন, 'যদি এই ব্যাগপ্যাকটিই নেওয়াই আপনার উদ্দেশ্য হয়ে থাকে , আমার কাছে অতিরিক্ত একটি আছে। আপনি কোনো সমস্যার মুখোমুখি হবেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি আমার ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।'