হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেলেন ওয়ার্নার
অবশেষে পাওয়া গেছে ডেভিড ওয়ার্নারের ব্যাগি গ্রিন ক্যাপ। অস্ট্রেলিয়ান ওপেনার নিজেই ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। সিডনি টেস্টের আগে ওয়ার্নারের ব্যাগি গ্রিনসহ কিট ব্যাগ খোয়া যায়।
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে অভিষেকে পাওয়া ব্যাগি গ্রিন ক্যাপ হারিয়ে যাওয়ায় বিমর্ষ হয়ে পড়েন ওয়ার্নার। এক ভিডিও বার্তায় তার 'শেষ সম্বল' ফিরিয়ে দেওয়ার আকুতি জানান এই অজি ওপেনার।
সিডনিতে অস্ট্রেলিয়ার টিম হোটেলে পাওয়া গেছে ব্যাগি গ্রিনগুলো, আজ এক ভিডিও বার্তায় তা নিশ্চিত করেছেন ওয়ার্নার। ফিরে পাওয়া দুটি ক্যাপের মধ্যে রয়েছে অভিষেকে পাওয়া ব্যাগি গ্রিনটিও, যা ওয়ার্নার ২০১১ সালে পেয়েছেন।
সেই ব্যাগি গ্রিন ক্যাপ হাতে নিয়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান ভিডিও বার্তায় বলেন, 'আমি খুব খুশিমনে জানাচ্ছি যে আমার ব্যাগি গ্রিনগুলো পাওয়া গেছে। যারা এগুলো খুঁজতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কান্টাস, আমাদের হোটেল, টিম ম্যানেজমেন্টসহ সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে যে এই ক্যাপ বিশেষ কিছু। আজীবন এটি আমার সঙ্গে থাকবে।'
সিডনি টেস্টের আগে মেলবোর্নে গত ২৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। বক্সিং ডে টেস্ট শেষে মেলবোর্ন থেকে কান্টাস এয়ারলাইনসের মাধ্যমে অস্ট্রেলিয়ার ব্যাগ পাঠানো হয় সিডনিতে।
সেখান থেকে কোয়ে ওয়েস্ট হোটেল পাঠানো হয় পুরো অস্ট্রেলিয়া দলের কিটব্যাগ। হোটেলে এসে ওয়ার্নার বুঝতে পারেন নিজের কিটব্যাগ খোয়া গেছে। হারিয়ে যাওয়া কিটব্যাগ ফেরত পেতে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটসম্যান।