ব্রাজিলকে বিদায় করে অলিম্পিকের চূড়ান্ত পর্বে আর্জেন্টিনা
প্রথম দুই ম্যাচ ড্র করে অলিম্পিকের মূল পর্বে যাওয়া বেশ কঠিন হয়ে গছিল আর্জেন্টিনার জন্য। ২০২৪ অলিম্পিকের চূড়ান্ত বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না আর্জেন্টিনার। অন্যদিকে ড্র করতে পারলেই অলিম্পিকে পৌঁছে যেত সেলেকাওরা।
বাঁচা-মরার ম্যাচে ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকে যাওয়া নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অপরদিকে হেরে গিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিকে যাওয়া হচ্ছে না ২০১৬ ও ২০২০ অলিম্পিকের স্বর্ণজয়ী ব্রাজিলের।
ম্যাচের ৭৮ মিনিটে লুসিয়ানো গুন্দোর একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকে যাওয়া নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। এতে লিওনেল মেসির প্যারিস অলিম্পিকে খেলার ইচ্ছাও পূরণ হতে যাচ্ছে সেটি বলাই যায়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্ব শেষ হয়েছে আজ। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে।
যেখানে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারাগুয়ে। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তিন ও চারে থাকা ব্রাজিল ও ভেনেজুয়েলার পয়েন্ট যথাক্রমে তিন ও এক। ব্রাজিল তিন ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতেছে ও দুই ম্যাচ হেরেছে।
সেরা দুইয়ে থাকায় প্যারাগুয়ে ও আর্জেন্টিনা নিশ্চিত করেছে প্যারিস অলিম্পিক। ব্রাজিলের পথচলা থেমে গেছে বাছাই পর্বেই। বড়দের ফুটবলেও খাবি খাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার অলিম্পিকে খেলতে না পারাটাও বড় এক ধাক্কাই হলুদ জার্সিধারী দলটির জন্য।