‘অনেক কিছু ঠিক হতে হবে’- আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রশ্নে তামিম
কয়েক মাস আগে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যা বিপিএলের মাঝে জানিয়ে দেবেন তিনি। কিন্তু ফরচুন বরিশালের হয়ে শিরোপা জেতার দিনে ফেরার প্রশ্নে স্পষ্ট করে কিছু বললেন না অভিজ্ঞ এই ওপেনার। উল্টো তার কথায় তৈরি হলো ধোঁয়াশা। তামিম, জানালেন ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে। যা নির্ভর করছে বিসিবি কর্তাদের সঙ্গে আলোচনার ওপর। যে আলোচনা আরও আগে করার কথা থাকলেও হয়ে ওঠেনি।
গত বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঠে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। যদিও এক দিনের ব্যবধানে এই সিদ্ধান্ত পাল্টান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন তামিম। তবে সে সময়ই ক্রিকেট থেকে দেড় মাসের জন্য বিরতি নেন তিনি।
বিসিবির সঙ্গে আলোচনার পর আগস্টে গিয়ে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন তামিম। এরপর সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরেন তিনি, খেলেন দুই ম্যাচ। এই সিরিজ চলাকালীনই বিশ্বকাপ দলে তার থাকা না থাকা নিয়ে চরম নাটকীয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেকে গুটিয়ে নেন তামিম।
এর পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সাবেক এই ওয়ানডে অধিনায়কের। মাঝে ঘরে-বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ খেলে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দলেও নেই তামিম। ফরচুন বরিশালের শিরোপা জয়ের মিশনে নেতৃত্বে থাকা তামিম ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। ১৫ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৩৫.১৪ গড় ও ১২৭.১৩ স্ট্রাইক রেটে ৪৯২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন তিনি।
এমন পারফরম্যান্সের পর তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রসঙ্গ উঠলো সংবাদ সম্মেলনে। কিন্তু তার ফেরার পথ যে সহজ নয়, সেটা অকপটেই জানালেন বাঁহাতি এই ওপেনার। নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে কথা হয়নি জানিয়ে তামিম বলেন, 'না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য অ্যাভেইলেবল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত...আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসবো।'
'একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমাকে ফিরে আসতে হলে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো মানে নাই। কারণ আমি ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি, হয়তো দুই বছর খেলবো। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে। এখনও যেহেতু উনাদের সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না। আর আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক করতে হবে।' যোগ করেন তামিম।