মেসি ছাড়াই আর্জেন্টিনার টানা দুই জয়, স্পেন-ব্রাজিল ম্যাচে গোলবন্যা
লিওনেল মেসিকে ছাড়াই টানা দুই ম্যাচ জিতল আর্জেন্টিনা। আগের ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলের ব্যবধানে হারানোর পর আজ কোস্টারিকাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছেন আলবিসেলেস্তেরা। অন্যদিকে গোলবন্যার ম্যাচে স্পেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ব্রাজিল। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে হারের মুখ থেকে বাঁচান লুকাস পাকেতা।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে প্রথমে পিছিয়ে পড়েও ফিরে এসে বড় জয় তুলে নিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। অপরদিকে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে স্পেন ও ব্রাজিল।
কোস্টারিকার বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা, ম্যানফ্রেড উগালদে চমকে দেন বিশ্বচ্যাম্পিয়নদের। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা ছন্দে খেলে তিনটি গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। ৫২ মিনিটে সমতা ফেরানো গোলটি করেন আনহেল দি মারিয়া। ৫৬ মিনিটে ম্যাক এলিস্টার এগিয়ে দেন আকাশি-নীলদের। এরপর ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেজ।
বার্নাব্যুতে স্পেন ও ব্রাজিলের ম্যাচ দেখেছে ছয় গোল। ১২ মিনিটে পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন রদ্রি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। তবে এরপরও দমে যায়নি ব্রাজিল। ৪০ মিনিটে রদ্রিগো ও ৫০ মিনিটে বিস্ময়বালক এন্ড্রিকের গোলে ম্যাচে সমতা ফেরায় সেলেকাওরা।
ম্যাচের ৮৭ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে স্পেনকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন রদ্রি। স্বাগতিকদের জয়ই মনে হচ্ছিল ম্যাচের ভবিতব্য। কিন্তু একেবারে অন্তিম সময়ে পেনাল্টি আদায় করে নেয় ব্রাজিল। সেখান থেকে গোল করে ম্যাচ সমতায় শেষ করেন লুকাস পাকেতা।