তাসকিন-সাইফউদ্দিনের তোপে অল্পতেই থামলো জিম্বাবুয়ে
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে অল্প রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদের পেস তোপে পড়ে খেই হারিয়ে জিম্বাবুয়ের ইনিংস থেমেছে মাত্র ১২৪ রানে।
এই সিরিজ দিয়ে দলে ফেরা সাইফুদ্দিন শিকার করেছেন তিন উইকেট। সমান তিন উইকেট নিয়েছেন তাসকিন আহমেদও।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। দলীয় মাত্র আট রানে ওপেনার ক্রেইগ আরভিনকে সাজঘরে পাঠান মেহেদী হাসান। এরপ ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জয়লর্ড গাম্বি এবং ব্রায়ান বেনেট। জিম্বাবুয়ের দলীয় ৩৬ রানে নামে উইকেটের ধ্বস।
৩৬ থেকে ৪১ রানে পৌঁছাতে ছয়টি উইকেট হারায় সফরকারীরা৷ খুব অল্প রানে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও জিম্বাবুয়ের রক্ষাকর্তা হয়ে আসেন ক্লাইভ মাদানে ও ওয়েলিংটন মাসাকাদজা। দুজনে অষ্টম উইকেটে যোগ করেন ৭৫ রান। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেছেন মাদানে। ৩৪ রান এসেছে মাসাকাদজার ব্যাট থেকে।
বাংলাদেশের দুই পেসার তাসকিন ও সাইফুদ্দিন মিলে নিয়েছেন ছয়টি উইকেট। যার মধ্যে তাসকিন ১৪ রান দিয়ে তিনটি ও সাইফুদ্দিন ১৫ রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট। দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান। দুটি রান আউটও করেছেন বাংলাদেশের ফিল্ডাররা।