মেসির ফেরার ম্যাচে আলো ছড়ালেন দি মারিয়া
কোপা আমেরিকার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। যার প্রথমটিতে আজ ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল।
এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। সেখানেই প্রস্তুতি নিতে ঘাঁটি গেড়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে আজ ইকুয়েডরের বিপক্ষে জিতেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার বিপক্ষে ইকুয়েডর সর্বশেষ জয় পেয়েছিল নয় বছর আগে। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচের পর এ নিয়ে সাত ম্যাচ খেললেও কোনোটিতে জিততে পারেনি ইকুয়েডর, ড্র করতে পেরেছে শুধু একটি ম্যাচে।
আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। কিন্তু এলএম টেনের অভাব বুঝতে দেননি আনহেল দি মারিয়া। ম্যাচের ৪০ মিনিটে তার করা গোলেই এগিয়ে যায় আকাশী-নীল জার্সির দল।
এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ৫৬ মিনিটে দি মারিয়ার বদলি হিসেবে নামেন মেসি। এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে চোটের কারণে খেলা হয়নি মেসির। তবে আজ তার মাঠে নামার নিশ্চয়তা আগেই দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি।
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবেন মেসি-মার্তিনেসরা। ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।