লাউতারোর জোড়া গোলে পেরুকে হারিয়ে তিনে তিন আর্জেন্টিনার
কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত ছিল, দেখার বিষয় ছিল যে দুই লিওলেন- মেসি এবং স্কালোনিকে ছাড়া আর্জেন্টিনা কেমন করে। দলের অধিনায়ক ও কোচকে ছাড়া দেওয়া পরীক্ষায় উতরে গেছে আলবিসেলেস্তেরা।
আজ গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুটো গোলই করেছেন লাউতারো মার্তিনেস। তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।
অসুস্থতার কারণে এই ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। আর নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারেননি লিওনেল স্কালোনি। দুই মূল চরিত্রের অনুপস্থিতিতে সব আলো কেড়ে নিয়েছেন লাউতারো মার্তিনেস। চিলির বিপক্ষে দলকে জেতানো গোল করা এই ইন্টার মিলা স্ট্রাইকার আজ করেছেন জোড়া গোল৷
মার্তিনেসের দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৪৭ মিনিটে আনহেল দি মারিয়ার থ্রু বল ধরে দারুণ ফিনিশে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এই স্ট্রাইকার। মার্তিনেস ও আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পায় ৮৬ মিনিটে। এই গোলে সহায়তা করেন এনসো ফার্নান্দেজ৷
আর্জেন্টিনার গ্রুপ থেকে নকআউট পর্বে উঠেছে কানাডা। বাদ পড়ে গেছে চিলি। কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হবে ভেনেজুয়েলা, মেক্সিকো কিংবা ইকুয়েডরের মধ্যে একটি দল। ৫ জুলাই সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।