‘শামি প্রতিদিন এক কেজি খাসির মাংস না খেলে ওর গতি ১৫ কিলোমিটার কমে যাবে’
২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর থেকে গোড়ালির চোটে মাঠের বাইরে মোহাম্মদ শামি। ভারত ফাইনালে হেরে গেলেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই ডানহাতি পেসার। সাত ম্যাচে ২৪ উইকেট তুলে নেন শামি।
চোটের কারণে শামি খেলতে পারেননি ২০২৪ এর আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন এই পেসার। শীঘ্রই মাঠে ফেরার আশা তার। এর মাঝেই শামির এক বন্ধু শুনিয়েছেন মজার ঘটনা।
খাসির মাংসের প্রতি শামির লোভ ভীষণ। একদিনও এই খাবার ছাড়া চলে না তার। যদিও ক্রিকেটার হিসেবে ফিটনেস ধরে রাখতে এ ধরনের খাবার অনেকেই খান না। কিন্তু শামি এসবের ধারই ধারেন না। প্রতিদিনই খাসির মাংস খাওয়া চাই তার।
শামির এই খাসির মাংস প্রীতি নিয়ে তারই বন্ধু উমেশ কুমার বলেছেন, 'সে সবকিছু সহ্য করতে পারে। কিন্তু খাসির মাংস না খেয়ে থাকা ওর জন্য অসম্ভব। সে হয়তো একদিন না খেয়ে থাকতে পারবে, দ্বিতীয় দিন উশখুশ করবে আর তৃতীয়দিন একদম পাগল হয়ে যাবে।'
এমনকি শামির এত ভালো বল করার রহস্যও নাকি এই খাসির মাংস! এমনটাই বলেছেন উমেশ, 'সে যদি প্রতিদিন এক কেজি খাসির মাংস না খায় তাহলে ওর বোলিং স্পিড ১৫ কিলোমিটার কমে যাবে!'
শামি ঠিক কবে মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। তবে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারের আশা, বাংলাদেশের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ থেকেই এই পেসারের সার্ভিস পাবে দল।