চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর ডেপুটি মিরাজ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/miraz.jpg)
নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ; বয়সভিত্তিক থেকে একসঙ্গে খেলছেন দুজন, ভালো বন্ধুও তারা। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে লড়েছেন যুব বিশ্বকাপে। বর্তমানে জাতীয় দলেও তারা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শান্ত অধিনাকয়ত্ব পেয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে, মিরাজকে তার ডেপুটি করা হলো আরেক ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক করা হয়েছে ডানহাতি এই অলরাউন্ডারকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত ১২ জানুয়ারি দল ঘোষণা করে বিসিবি। সাকিব আল হাসান-লিটন কুমার দাসের বাদ পড়া সেই দলটিতে তখন সহ-অধিনায়ক রাখা হয়নি। এক মাস পরে এসে ডেপুটি বাছাই করলো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ডেপুটি করা হলেও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মিরাজের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডানহাতি এই অলরাউন্ডারের নেতৃত্বে খেলে বাংলাদেশ। এর আগে শারজাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে এই ছয় ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন লাল-সবুজ জার্সিতে ১০৩টি ওয়ানডে খেলা মিরাজ।
বয়সভিত্তিক পর্যায়েই অধিনায়কত্ব পালনের অভিজ্ঞতা হয় মিরাজের। ২০১৬ যুব বিশ্বকাপে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের নেতৃত্বে খেলে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সময় সব সময়ই তার কাঁধে ছিল নেতৃত্বভার। এবার বিপিএলেও অধিনায়কত্ব করেছেন মিরাজ। খুলনা টাইগার্সকে প্লে-অফে তোলার পথে সামনে থেকেই নেতৃত্ব দেন তিনি। ব্যাটে-বলে আলো ছড়ানো মিরাজ ১৪ ম্যাচে ৩৫৫ রান করার পাশাপাশি ১৩ উইকেট নিয়ে হন টুর্নামেন্ট সেরা।
মিরাজকে সহ-অধিনায়ক ঘোষণা করার বিবৃতিতে বিসিবি আরও জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বাংলাদেশ দলের অংশ হবেন বিপিএলে দারুণ বোলিং করা দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। আসর শুরুর পরের দিন দেশে ফিরবেন তারা। ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে আজই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। রাত একটার ফ্লাইটে উড়াল দেবেন শান্ত-মিরাজরা।