গাভাস্কার-শচিনকে ছাড়িয়ে জো রুট
টেস্ট ক্রিকেটে গত কয়েক বছর ধরে যে কজন ব্যাটসম্যান দাপট দেখিয়ে আসছেন, তাদের মধ্যে অন্যতম জো রুট। এই মৌসুমটাও দারুণ কাটছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের। ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবার ভারতের কিংবদন্তি দুই ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং শচিন টেন্ডুলকার ছাড়িয়ে আরেকটি কীর্তি গড়লেন রুট।
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে এক পঞ্চিকা বর্ষে সর্বাধিক রানের রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন রুট। ২০০২ সালে মাইকেল ভনের করা ১ হাজার ৪৮১ রানের রেকর্ডটি টপকে গিয়েছিলেন তিনি। শনিবার অ্যাডিলেডে তিনি পেছনে ফেললেন গাভাস্কার ও শচিনকে। ১৯৭৯ সালে গাভস্কারের করা ১ হাজার ৫৫৫ রান ও ২০১০ সালে শচিনের করা ১ হাজার ৫৬২ রান ছাড়িয়ে গেছেন রুট।
এই দুই কিংবদন্তিকে পেছনে ফেলে এক পঞ্চিক বর্ষে সর্বাধিক রানের তালিকায় চতুর্থ স্থানে আছেন তিনি, তার রান ১ হাজার ৬০১। ২০২১ সালে এখন পর্যন্ত টেস্টে তার গড় ৬৬.৭০। চলতি বছর ভারতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজে একটি ডাবল সেঞ্চুরিসহ সর্বোচ্চ রান করেন রুট।
এক পঞ্চিকা বর্ষে সর্বোচ্চ রানের রেকর্ডে সবার ওপরে আছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। ২০০৬ সালে ১১ ম্যাচ খেলে ১ হাজার ৭৮৮ রান করেন সাবেক ডানহাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় স্থানে ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডস। ১৯৭৬ সালে ১১টি টেস্টে ১ হাজার ৭১০ রান করেন ভিভ রিচার্ডস।
তালিকার তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ২০০৮ সালে ১ হাজার ৬৫৬ রান করেন প্রোটিয়া সাবেক এই অধিনায়ক। গাভাস্কার-শচিনকে পেছনে ফেলার পর অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ককেও ছাড়িয়ে ডান রুট। ২০১২ সালে ১ হাজার ৫৯৫ রান করেন সাবেক এই অজি অধিনায়ক। এখন তিনি আছেন তালিকার পাঁচ নম্বরে।
এক পঞ্চিকা বর্ষে সর্বোচ্চ রানের রেকর্ডে মোহাম্মদ ইসুফকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে এই বছরে রুটের হাতে আছে তিনটি ইনিংস, করতে হবে আরও ১৮৭ রান। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের পর ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড।