দলের সঙ্গে বিশ্বকাপে যেতে পারলেন না নারী দলের তিন সদস্য
প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে গেছে নারী দল। তবে নিগার সুলতানা জ্যোতির দলকে দুই ধাপে নিউজিল্যান্ডে যেতে হচ্ছে। যাওয়ার আগ মুহূর্তে নারী দলের তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিসিবি জানিয়েছে, বাংলাদেশ নারী দলের এক ক্রিকেটার এবং দুই সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তাদেরকে ছাড়াই ঢাকা ছাড়তে হয়েছে দলকে। আক্রান্তদের আট দিন আইসোলেশনে থাকতে হবে। করোনামুক্ত হওয়ার পর নিউজিল্যান্ডে যাবেন তারা।
বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এ নিয়ে বলেছেন, 'করোনা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আমাদের দলের একজন খেলোয়াড়সহ তিনজন আক্রান্ত হয়েছেন। তারা ৮ দিন পর টেস্টে নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবে।'
করোনাভাইরাস মহামারির কারণে নিউজিল্যান্ডে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিউজিল্যান্ডে প্রবেশের আগে বাংলাদেশ দলের সবাইকে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। এরপর মিলবে অনুশীলনের অনুমতি।
নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে বেশ আগেই দেশটিতে গেল বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত হবে দুটি প্রস্তুতি ম্যাচ। আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচ ৭ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, শোভনা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমীম ও নুজহাত তাসনিয়া।
বিশ্বকাপে বাংলাদেশ দল সূচি
তারিখ প্রতিপক্ষ
৫ মার্চ দক্ষিণ আফ্রিকা
৭ মার্চ নিউজিল্যান্ড
১৪ মার্চ ওয়েস্ট ইন্ডিজ
২২ মার্চ ভারত
২৫ মার্চ অস্ট্রেলিয়া
২৭ মার্চ ইংল্যান্ড