ওয়ার্ন নেই, বিশ্বাস হচ্ছে না মাশরাফি-মুশফিকদের
বয়স সবে ৫২, কোচিং ক্যারিয়ার নিয়ে মেতে থাকার জন্য আদর্শ সময়। শেন ওয়ার্ন তেমনই ভাবছিলেন। কদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু তা আর হলো না, শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমালেন সর্বকালের সেরা এই লেগ স্পিনার।
হঠাৎ এভাবে চলে গেছেন শেন ওয়ার্ন, এটা বিশ্বাস হচ্ছে না শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডসদের। অজি কিংবদন্তির চলে যাওয়ার খবর মানতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানরাও। সাকিব আল হাসান, তামিম ইকবালরাও শোকাতুর। বাংলাদেশের অনেক ক্রিকেটারই কিংবদন্তির প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।
মাশরাফি তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, 'খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। তিনি একজন জাদুকর, প্রতিভার ভাণ্ডার। তিনি যখন বল ছাড়ার আগে একটু বিরতি নিতেন, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা জাদু দেখার জন্য। আর দেখা হবে না সেই জাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন 'জাদুকর'। ওপারে ভালো থাকবেন ওয়ার্ন।'
মুশফিকুর রহিমও হতবাক, তার কাছে ওয়ার্নের মৃত্যুর খবর বিশ্বাসই হচ্ছে না। ওয়ার্নের একটি ছবি পোস্ট করে বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান লিখেছেন, 'শেন ওয়ার্ন আর নেই, খবরটা শুনে হতবাক। শান্তিতে ঘুমাও কিংবদন্তি। বড্ড আগেই চলে গেল।' মুস্তাফিজেরও একই অনুভূতি, 'শেন ওয়ার্নের চলে যাওয়ার হৃদয় বিদারক খবরটা শুনে বিধ্বস্ত। আমি পুরোপুরি হতবাক, বিশ্বাস করতে পারছি না।'
সাকিব আল হাসান তার পোস্টে লিখেছেন, 'ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগ স্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।'
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এক পোস্টে লিখেছেন, 'একজন কিংবদন্তির বিদায়। শেন ওয়ার্ন, খেলার সেরা বোলারদের একজন।' লিটন কুমার শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, 'প্রতিটা ক্রিকেটপ্রেমীর জন্য হৃদয় বিদারক খবর। তোমাকে আমরা মিস করব, শান্তিতে ঘুমাও।' তাসকিন আহমেদ তার পোস্টে লিখেছেন, 'শান্তিতে ঘুমাও।'