‘ম্যাচ ও সিরিজ সেরা, এটাই তোর আইপিএল’
প্রথমবারের মতো আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সিরিজ থাকায় তাসকিনকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। মন খারাপ হয়েছিল তার। তবে সেসব জমিয়ে রাখেননি, দেশের জার্সিতে আগুনে বোলিং করে উড়িয়ে দিয়েছেন সব দুঃখ।
বুধবার সেঞ্চুরিয়নে তাসকিন বীরত্বেই বিজয় নিশান ওড়ায় বাংলাদেশ, প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে তামিম ইকবাল। এই ম্যাচে ৯ ওভারে ৩৫ রান খরচায় তার শিকার ৫ উইকেট। ম্যাচসেরা তাসকিন ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও। দেশের জার্সিতে এটা যে বড় অর্জন, তা মনিয়ে করে দিতেই যেন তামিম ইকবাল তাকে বলছেন, 'এটাই তোর আইপিএল।'
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিনের আইপিএল প্রসঙ্গ উঠলে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার আর কিছু হতে পারে না। আমি জানি তাসকিন একটা দারুণ সুযোগ পেয়েছিল আইপিএল থেকে। ও তরুণ, আসলে কঠিন (আইপিএল উপেক্ষা করা)।'
'আপনি এ রকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু সে এখন ঠিক আছে, খুশি আছে। দেশের হয়ে খেলছে এবং ভালো করছে। যখন সে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুটি ট্রফি পেলো আমি প্রেজেন্টেশনে ওকে বলেছিলাম, এটাই তোর আইপিএল। এটা আইপিএলের চেয়ে বড়। সে আমার সঙ্গে একমত হয়েছে এবং খুশি আছে।'
এভাবেই দলের জন্য অবদান রেখে যেতে চান তাসকিন। তার ভাষায়, 'প্রতি সিরিজেই চাই অবদান রাখতে এবং এই সিরিজ জয়টা অনেক বড় পাওয়া। দক্ষিণ আফ্রিকায় আসার আগে কোনো একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে, সবশেষ যখন দক্ষিণ আফ্রিকায় খেলি, বাজে করে আমি চার বছরের জন্য বাইরে গিয়েছিলাম। এবার কী হবে? আমি তখন বলেছিলাম যে দক্ষিণ আফ্রিকায় ম্যাচ জেতাতে চাই এবং আল্লাহর কাছেও মন থেকে চেয়েছিলাম, প্রক্রিয়া অনুসরণ করেছি। শুকরিয়া যে আল্লাহ আমাকে সাহায্য করেছেন।'