ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে পোর্ট এলিজাবেথে বাংলাদেশ
ব্যাটে-বলে রাজত্ব করে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে বিজয় কেতন ওড়ায় বাংলাদেশ। প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে দ্বিপক্ষীয় কোনো ম্যাচ জেতার সিরিজটা নিজেদের করে নেয় তামিম ইকবালের দল। ফরম্যাট ভিন্ন হলেও টেস্ট অধিনায়ক মুমিনুল হকও দারুণ কিছু করে দেখানোর প্রত্যয়ের কথা জানিয়েছিলেন।
চতুর্থ দিনের শেষ বিকেলের আগ পর্যন্ত সমানতালে লড়াইও করে বাংলাদেশ। এরপর চোখের পলকে দৃশপট পাল্টে যায়। ডারবান টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশ। ৫৩ রানে দ্বিতীয় ইনিংস গুটিয়ে ২২০ রানের বড় টেস্ট হারে বাংলাদেশ।
প্রথম ইনিংসে সমানে সমান লড়াই করা বাংলাদেশের জন্য এটা ছিল দুঃস্বপ্নের মতো। তবে সেসব ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া মুমিনুলবাহিনী। সেই লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথে পৌঁছেছে বাংলাদেশ।
আগামী ৮ এপ্রিল থেকে এখানে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের শেষ টেস্ট। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কের প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ, এই ভেন্যুতে ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা নেই তাদের।
প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্টে ভালো করার ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল। তিনি বলেন, 'আমরা আরও শক্তিশালী হয়ে পরের টেস্টে ফিরে আসার চেষ্টা করব। আশা করি, খেলোয়াড়দের জন্য ভালো একটি সুযোগ হবে।'
প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর ডান কাঁধে ব্যথা অনুভব করেন তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে ডানহাতি এই পেসারের। গোড়ালির চোটে প্রথম প্রথম টেস্ট খেলা হয়নি বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। দ্বিতীয় টেস্টেও তাকে পাচ্ছে না দল। এই দুজনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দ্বিতীয় টেস্টে তিন পেসার নিয়ে খেলার পরিকল্পনা করলে পেস আক্রমণে খালেদ আহমেদ, এবাদত হোসেনের সঙ্গে আবু জায়েদ রাহিকে একাদশে দেখা যেতে পারে। বিবেচনায় থাকবেন আরেক পেসার শহিদুল ইসলামও। আর দুজন স্পিনার খেলানোর চিন্তা করলে তাইজুল ইসলামকে বেছে নেবে বাংলাদেশ।