মুশফিক চাইলে রিভার্স সুইপ খেলতেই পারেন, সমর্থন জানিয়ে বললেন মুমিনুল
দল বিপদে, শেষ ভরসা তিনি। এমন সময়ে যেকেউ সতর্ক থাকেন, অনেকবার ভেবে নেন সিদ্ধান্ত। কিন্তু মুশফিকুর রহিমের বেলায় তেমন নয়। সুইপ-রিভার্স সুইপে আগের বহুবারের মতো আরও একবার দলকে মাঝ দরিয়ায় রেখে সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এ নিয়ে সমালোচনার শেষ নেই। টেসটট ম্যাচে কেন রিভার্স সুইপ, এমন প্রশ্ন রেখেছেন খোদ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। কিন্তু টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানালেন, মুশফিক চাইলে খেলতেই পারেন এই শট। এ ক্ষেত্রে তাকে সমর্থন দেওয়া উচিত।
প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আরও নাকানি-চোবানি খেয়েছে। কেশব মহারাজ ও সাইমন হার্মারের দারুণ স্পিনে ৮০ রানেই দ্বিতীয় ইনিংস শেষ মুমিনুল হকের দলের। মেনে নিতে হয়েছে ৩৩২ রানের বিশাল হার। এমন হারের পর দলের লড়াইয়ের মানসিকতা, ব্যাটিং বিপর্যয়সহ আরও অনেক কিছু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মুমিনুল।
যেখানে প্রশ্ন থাকলো অসময়ে মুশফিকের অমন শট ও আউট হওয়ার ধরন নিয়ে। রিভার্স সুইপ খেলায় কোনো সমস্যাই দেখছেন না মুমিনুল। এটা ক্রিকেটের শট হওয়ায় মুশফিক খেলতেই পারেন বলে মনে করেন মুমিনুল। তাকে সমর্থন দেওয়া উচিত জানিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, 'আমার কাছে মনে হয়, ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টি, যেসব জায়গায় খেলা হয়; উনি কিন্তু… (এই শট খেলেন)।'
'আপনারা এটা নিয়ে বেশি কথা বলতেই পারেন। রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট, তাই না? ক্রিকেটের বাইরের কোনো শট না। অবশ্যই এটা একটা শট। এই শট তো খেলতেই পারেন উনি। উনার খেলার পরিকল্পনায় যদি এই শট থাকে, তাহলে তো খেলবেই। আর এটা এমন না যে উনি খেলে রান করেনি বা ব্যর্থ খুব। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিত। আমি উনাকে সাপোর্টও করি।' যোগ করেন মুমিনুল।
তাই বলে দলের দুঃসময়ে অমন ঝুঁকি? বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, 'আমি তো এর আগেও বলেছি এই শটে কিন্তু উনি সফলতা পেয়েছেন। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমি একটা শট খেললাম, সেটা নিয়ে…একটা সময় কিন্তু আমাকে নিয়েও ছিল, অনেকের সময়ও ছিল।'
মিডিয়ার প্রতি মুমিনুলের অনুরোধ মুশফিকের শটটি নিয়ে যেন আর চর্চা না করা হয়। তার ভাষায়, ' আমি আপনাদের অনুরোধ করতে পারি, আপনারা অনুরোধ রাখলে বাংলাদেশ দলের জন্য ভালো। আপনারা যদি জিনিসটা নিয়ে অনেক বেশি গবেষণা করেন, জিনিসটা নিয়ে যদি উনাকে বলতে থাকেন, উনার নিজের জন্য খারাপ। আমাদের দলের জন্য খারাপ। বাংলাদেশ দলের জন্যও খারাপ, এমনকি দেশের জন্যও খারাপ। উনি যদি শটটা খেলে এবং সফলতা পায় তাহলে তো হলোই।'