টেস্ট র্যাঙ্কিংয়ে তাইজুলের উন্নতি, টি-টোয়েন্টিতে এগোলেন নাসুম
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ ভালো যায়নি বাংলাদেশে। দুই টেস্টের কোনোটিতেই লড়াই করতে পারেনি মুমিনুল হকের দল। উল্টো ৫৩ ও ৮০ রানের অস্বস্তিতে পড়তে হয়েছে সফরকারীদের। এর মাঝেও বল হাতে ভালো করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। এ ছাড়া টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তাইজুল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে নাসুমের।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন তাইজুল। বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার উপরে তিনিই। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন তাইজুল। পোর্ট এলিজাবেথে প্রোটিয়াদের প্রথম ইনিংসে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। এই টেস্টের দুই ইনিংসে তার শিকার ৯ উইকেট।
উন্নতি হয়েছে খালেদ আহমেদেরও। দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের এই পেসার ২২ ধাপ এগিয়ে সেরা একশতে জায়গা করে নিয়েছেন। জিম্বাবুয়ের রায়ান বার্লের সঙ্গে যৌথভাবে ৯৮তম স্থানে আছেন তিনি। অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। দুই ইনিংসে ৩ উইকেট নেওয়া ডানহাতি এই অফ স্পিনার তিন ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে আছেন। ৬ ধাপ পিছিয়ে ৮৫তম স্থানে আছেন পেসার এবাদত হোসেন। ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা লিটন কুমার দাস তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে আছেন। এক ধাপ নিচে নেমে গেছেন মুশফিকুর রহিম, ২৯ নম্বরে আছেন তিনি। তামিম ইকবাল দুই ধাপ পিছিয়ে ৩৫ নম্বরে আছে। বড় অবনতি হয়েছে অধিনায়ক মুমিনুল হকের। ছয় ধাপ পিছিয়ে ৫০তম স্থানে আছেন তিনি। ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন নাসুম। ৬৩৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছেন তিনি। এটাই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। উন্নতি হয়েছে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির। ৪ ধাপ এগিয়ে নাসুমের পরই ১০ নম্বরে আছেন তিনি। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসি। দুই নম্বরে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।