মুশফিক-মিরাজের পর লিগের মাঝে দল পাল্টালেন সাকিবও
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার আশায় এবার শক্তিশালী দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী ক্লাবটি দলে ভেড়ায় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকারের মতো তারকা ক্রিকেটারদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের কারণে এসব ক্রিকেটারের মধ্যে সৌম্য ছাড়া কেউ-ই খেলতে পারেননি।
মোহামেডানও লক্ষ্যে এগিয়ে যেতে পারেনি। সুপার লিগে নিশ্চিত করতে পারেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি। তাতে তাদের এবারের মিশন শেষ। মোহামেডান টুর্নামেন্টে টিকে না থাকায় ঠিকানা বদলে নিলেন সাকিব। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ মোহামেডান ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লেখান। সাকিব বেছে নিলেন লেজেন্ডস অব রূপগঞ্জকে।
লিগে খেলার ইচ্ছা থাকায় সাকিবের সঙ্গে যোগাযোগ করে রূপগঞ্জ। মোহামেডান কোনো আপত্তি না করায় রূপগঞ্জের হয়ে খেলার অপেক্ষায় বাঁহাতি এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে বুধবার দেশে ফিরবেন সাকিব। বিসিবি অনুমতি দিলে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। সাকিবের দল বদলের বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের পরিচালক ও ক্লাবটির ক্রিকেট কমিটির কো-অর্ডিনেটর এজিএম সাব্বির।
সাকিব দলবদল নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডাকে মোহামেডান। এজিএম সাব্বির বলেছেন, 'আমাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এটা হয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সাকিব। সাকিব জানিয়েছে, লেজেন্ডস অব রূপগঞ্জ ওর সঙ্গে যোগাযোগ করেছে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ সাকিবের খেলতে চাওয়ার ব্যাপারটি। খেলার জন্য আমাদের কাছে সাকিব অনাপত্তিপত্র চেয়েছে, আমরা ওকে অনাপত্তিপত্র দিয়েছি।'
এই মৌসুমে সাকিবকে ছেড়ে দিলেও আগামী মৌসুমে তাকে দলে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, 'আমারা আগামী বছর রিটেইন করব সাকিবকে। এখন যেটা হচ্ছে, সমঝোতার ভিত্তিতেই হচ্ছে। সাকিব পরের বছর আমাদের দলের হয়েই খেলবে। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তার আগে সাকিব খেলতে চায়। এটাকে বিবেচনা করে আমরা সাকিবকে খেলার অনুমতি দিয়েছি।'
মোহামেডানের অনাপত্তিপত্রতেই হচ্ছে না, খেলতে হলে বিসিবির অনুমতি নিতে হবে সাকিব। এ নিয়ে সাব্বির বলেন, 'বিসিবি অনুমতি তেববে কি দেবে না, এটা বিসিবির সিদ্ধান্ত। আমরা ক্লাব থেকে অনুমিত দিয়ে দিয়েছি। আমি জানি না বিসিবি কী সিদ্ধান্ত নেবে, দেওয়ার কথা। বিসিবি চায় সবাই খেলুক। এটা বিসিবির একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বড় বড় খেলোয়াড়রা যখন খেলবে টুর্নামেন্টের জৌলুস ছড়াবে।'