রিয়ালের তৃতীয় গোলের কথা বিশ্বাস করতে পারেননি মেসি
পথটা কঠিন ছিল, চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠ থেকে ৪-৩ গোলের হার নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকে স্প্যানিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে পিছিয়ে থাকা রিয়াল হয়তো নিজেদের শেষ পরিণতি দেখতে পাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের মানসিকতা রাখা দলটি ছয় মিনিটেই বদলে ফেলে দৃশ্যপট।
দুই মিনিটে দারুণ দুই গোল করে রিয়ালকে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকিয়ে রাখেন রদ্রিগো। আর করিম বেনজেমার গোলে ফাইনাল নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের। শেষ মুহূর্তে রিয়ালের এমন ঘুরে দাঁড়ানোর গল্প বিশ্বাস হয়নি লিওনেল মেসির। বিশেষ করে রিয়ালের তৃতীয় গোলের কথা রসিকতা মনে হয়েছে পিএসজির আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। যা জাতীয় দল ও বার্সেলোনার সাবেক সতীর্থ সের্হিও আগুয়েরোকে জানিয়েছেন মেসি।
এই ম্যাচে নিজের চ্যানেলে কার্লোস তেভেজকে নিয়ে লাইভ স্ট্রিমিং করছিলেন আগুয়েরো। রিয়ালের তৃতীয় গোলের পর একটি ম্যাসেজ পান আগুয়েরো, সেটা তিনি নিজেই জানান। সেই ম্যাসেজে মেসি জানান, তৃতীয় গোলটি তার কাছে কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ স্ট্রিমিংয়ের একটি ভিডিওতে আগুয়েরোকে বলতে দেখা যায়, 'রিয়ালের তৃতীয় গোলের পর একটি ম্যাসেজ পাঠিয়ে মেসি আমাকে বলেছে, 'তোমার এই সস্তা রসিকতা বন্ধ করো, এটা সত্যি হতে পারে না।'
এবারের চ্যাম্পিয়ন্স লিগে অসম্ভব সব ঘুরে দাঁড়ানোর গল্পই লিখে আসছে রিয়াল মাদ্রিদ। কয়েক ম্যাচ বাকি থাকতেই লা লিগার শিরোপা নিজেদের করে নেওয়া স্প্যানিশ জায়ান্টরা চেলসির বিপক্ষেও দারুণ প্রত্যাবর্তনে ম্যাচ জেতে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতলেও দ্বিতীয় লেগে ৭৯ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থাকে তারা। শেষ বাঁশি বাজার ১০-১৫ মিনিট আগে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। ওই ম্যাচেও রদ্রিগো ও করিম বেনজেমা গোল করে রিয়ালের শেষ চারের টিকেট নিশ্চিত করেন।